‘হস্তমৈথুনে’র দৃশ্য নিয়ে স্বরাকে কটাক্ষ পায়েলের, পালটা স্বরা

‘বীর দি ওয়েডিং’ ছবিতে হস্তমৈথুনের দৃশ্যের জন্য তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল স্বরা ভাস্করকে। যদিও স্বরা নিন্দুকদের কথায় কান দেননি। এবার সেই দৃশ্যের জন্য পরোক্ষভাবে স্বরাকে কটাক্ষ করলেন বলিউডের আর এক অভিনেত্রী পায়েল রোহাতগি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, কিছুদিন আগে কেরলের বন্যা নিয়ে একটি মন্তব্য করেন পায়েল রোহাতগি। তিনি বলেন, গরু হত্যাকারীদের

‘হস্তমৈথুনে’র দৃশ্য নিয়ে স্বরাকে কটাক্ষ পায়েলের, পালটা স্বরা

‘বীর দি ওয়েডিং’ ছবিতে হস্তমৈথুনের দৃশ্যের জন্য তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল স্বরা ভাস্করকে। যদিও স্বরা নিন্দুকদের কথায় কান দেননি। এবার সেই দৃশ্যের জন্য পরোক্ষভাবে স্বরাকে কটাক্ষ করলেন বলিউডের আর এক অভিনেত্রী পায়েল রোহাতগি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, কিছুদিন আগে কেরলের বন্যা নিয়ে একটি মন্তব্য করেন পায়েল রোহাতগি। তিনি বলেন, গরু হত্যাকারীদের যথাযথ শাস্তি দেওয়া হয়নি বলেই এই অবস্থা কেরলের। এর পরেই নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়েন পায়েল।

কেউ কেই মন্তব্য করেন, পায়েলের কোন ছবি শেষ হিট করেছে। এর উত্তর দিতেই পায়েল একটি টুইট করেন, ‘‘আমাকে ফ্লপ অভিনেত্রী হিসেবেই থাকতে দিন। নাকি সফল হতে গেলে আমায় হস্তমৈথুনের দৃশ্যে অভিনয় করতে হবে? নাকি এমন একজন স্বামী থাকতে হবে যিনি পর্ন শ্যুট করেন?’’ এই পোস্ট দেখে চুপ করে বসে থাকেননি স্বরাও। তিনি টুইট করেন, ‘‘হাই পায়েল। আশা করছি আপনিও ভাল আছেন। আপনি ভাল থাকবেন বোন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =