শাশুড়িদের সঙ্গে সম্পর্কের কথা জানালেন এই তিন নায়িকা

মুম্বই : শাশুড়িকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়, সোনম কাপুর এবং জুহি চাওলা। তাঁদের সঙ্গে শাশুড়িদের সম্পর্ক কেমন? সেই নিয়েই কথা বললেন তাঁরা। সম্প্রতি বিদ্যা বালানের রেডিওর অনুষ্ঠানে গিয়ে রানি বলেন, ‘আদিত্য আজ যেমন মানুষ, তেমন করে ওকে তৈরি করার জন্য প্রতিদিন আমার শাশুড়িমাকে ধন্যবাদ দিই। মূল্যবোধ শিখিয়েছেন উনি। অসাধারণ মহিলা।’সোনম জানিয়েছেন,

শাশুড়িদের সঙ্গে সম্পর্কের কথা জানালেন এই তিন নায়িকা

মুম্বই : শাশুড়িকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়, সোনম কাপুর এবং জুহি চাওলা। তাঁদের সঙ্গে শাশুড়িদের সম্পর্ক কেমন? সেই নিয়েই কথা বললেন তাঁরা।

সম্প্রতি বিদ্যা বালানের রেডিওর অনুষ্ঠানে গিয়ে রানি বলেন, ‘আদিত্য আজ যেমন মানুষ, তেমন করে ওকে তৈরি করার জন্য প্রতিদিন আমার শাশুড়িমাকে ধন্যবাদ দিই। মূল্যবোধ শিখিয়েছেন উনি। অসাধারণ মহিলা।’সোনম জানিয়েছেন, শাশুড়ি তাঁর নিজের মায়ের থেকে কোনও অংশে কম নন। শাশুড়ির কোনও মেয়ে নেই। সোনমই তাঁর মেয়ে। শাশুড়িই নাকি সোনমের সবচেয়ে ভালো বন্ধু।

জুহির কথায়, ‘শাশুড়িমা আমার সাপোর্ট সিস্টেম। মা হওয়ার পর প্রথম দিকে আমি কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। সে সময় আমার দুই সন্তানের দেখভাল উনিই করেছেন।’নায়িকাদের কথায় বোঝা গেল অভিমান নয়। বন্ধুত্বই শাশুড়ি-বউমার সম্পর্কের মূলধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =