গা এলিয়ে বিছানায় শুয়ে সিনেমা দেখার সুযোগ, কোথায় এমন সুবিধা?

সুইজারল্যান্ড: ঠিক যেন বেডরুম। সেখানে গা ছড়িয়ে আরাম করে সিনেমা দেখুন শুয়ে শুয়ে। তবে, শুয়ে বসে সিনেমা দেখার সুযোগ দিলেও চিন্তা রয়েছে হল কর্তৃপক্ষের৷ বিছানায় শুয়ে সিনেমা দেখার সময় কোনও অবাঞ্ছিত কার্যকলাপ যে হবে না, তা নিয়ে চিন্তায় অপারেটররা৷ গত সপ্তাহে চালু হয়েছে এই বেডরুম৷ দেখতে যে কোনও শোওয়ার ঘরের মতোইছ৷ ফারাক শুরু ঘরে রয়েছে

গা এলিয়ে বিছানায় শুয়ে সিনেমা দেখার সুযোগ, কোথায় এমন সুবিধা?

সুইজারল্যান্ড: ঠিক যেন বেডরুম। সেখানে গা ছড়িয়ে আরাম করে সিনেমা দেখুন শুয়ে শুয়ে। তবে, শুয়ে বসে সিনেমা দেখার সুযোগ দিলেও চিন্তা রয়েছে হল কর্তৃপক্ষের৷ বিছানায় শুয়ে সিনেমা দেখার সময় কোনও অবাঞ্ছিত কার্যকলাপ যে হবে না, তা নিয়ে চিন্তায় অপারেটররা৷ গত সপ্তাহে চালু হয়েছে এই বেডরুম৷ দেখতে যে কোনও শোওয়ার ঘরের মতোইছ৷ ফারাক শুরু ঘরে রয়েছে ১১টি ডবল বেডের বিছানা৷

সুইজারল্যান্ডের স্প্রিটেনবার্গে সিনেমা প্যাথেতে নয়া ব্যবস্থা চালু করা হয়েছে৷ উদ্দেশ্য, নেট দুনিয়া থেকে দর্শকদের সিনেমা হলে টেনে আনা৷ পরিবেশ পুরোপুরি ঘরের মতোই করা হয়েছে৷ ফিল্ম দেখতে দেখতে যাতে দর্শকরা ঘুমিয়ে না পড়েন, তাই রাখা হয়েছে ইলেকট্রনিক বালিশ৷ প্রতিটি শোয়ের আগে বিছনা সাফসুতরো করে দেওয়া হবে৷  তবে, এই পরিষেবা পেতে হলে গুণতে হবে ৪৮ ডলার ৫০ সেন্ট৷ টিকিট কাটলে স্ন্যাক্স আর সফট ড্রিঙ্কস ফ্রি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =