নয়াদিল্লি: ২৯ ডিসেম্বর থেকে কোনও চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হবে না। গ্রাহকদের আশ্বস্ত করে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই বলেছে, নতুন নির্দেশ চালু হলেই টাকা দিয়ে যেসব কেবল চ্যানেল দেখা যাচ্ছে সেই পে চ্যানেলগুলিও বন্ধ হয়ে যাবে, গ্রাহকদের এমন ভুল ধারণা সৃষ্টি হয়েছে।
সম্প্রচারকারী, ডিস্ট্রিবিউটর প্ল্যাটফর্ম অপারেটর এবং লোকাল কেবল অপারেটরদের ট্রাই নির্দেশ দিয়েছে, যেসব চ্যানেল দর্শকেরা এখন দেখছেন, তার কোনওটাই যাতে ২৯ ডিসেম্বর বন্ধ না হয়, তা তাদের নিশ্চিত করতে হবে। যাঁরা টাকা দিয়ে কেবল চ্যানেল দেখেন তাঁদের কথা মাথায় রেখে এবং পুরনো থেকে নতুন ব্যবস্থায় যাতে সহজে যাওয়া যায়, সেজন্য কেবল টিভির সব দর্শকদের জন্য একটা বিস্তারিত পরিকল্পনা তৈরি করছে ট্রাই। সেই পরিকল্পনায় সব গ্রাহকই সব কিছু ভালভাবে জেনেবুঝে নিয়ে নিজেদের পছন্দ ঠিক করার যথেষ্ট সময় পাবেন। এই ব্যবস্থায় একই সঙ্গে পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি নতুন নিয়ন্ত্রণ কাঠামো চালু করার জন্য প্রয়োজনীয় কাজ সময়ে শেষ করার সুযোগ পাবেন। সব পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নতুন ব্যবস্থা চালু করার প্রস্তুতি চলতি বছরের ২৮ ডিসেম্বরের মধ্যে সেরে ফেলতে হবে।