প্রবল প্রতিবাদে বদলে গেল ছবির নাম

মুম্বই : প্রবল প্রতিবাদের জেরেই নাম বদলাতে হল ফিল্মের। আগে নাম দেওয়া হয়েছিল মেন্টাল হ্যায় কেয়া। বালাজি টেলিফিল্মস জানিয়েছে, সেন্সর বোর্ডের বারবার আপত্তিতে এই নামবদল করা হল। এখন এই ফিল্মটির নাম হল জাজমেন্টাল হ্যায় কেয়া। রাজকুমার রাও কঙ্গনা রানাউত অভিনীত এই সিনেমাটির পরিচালক প্রকাশ কোভেলামুদি। আর প্রযোজক একতা কাপুর। ফিল্মের নামের প্রতি আপত্তি জানিয়েছিল অনেকেই।

প্রবল প্রতিবাদে বদলে গেল ছবির নাম

মুম্বই : প্রবল প্রতিবাদের জেরেই নাম বদলাতে হল ফিল্মের। আগে নাম দেওয়া হয়েছিল মেন্টাল হ্যায় কেয়া। বালাজি টেলিফিল্মস জানিয়েছে, সেন্সর বোর্ডের বারবার আপত্তিতে এই নামবদল করা হল। এখন এই ফিল্মটির নাম হল জাজমেন্টাল হ্যায় কেয়া। রাজকুমার রাও কঙ্গনা রানাউত অভিনীত এই সিনেমাটির পরিচালক প্রকাশ কোভেলামুদি। আর প্রযোজক একতা কাপুর।

ফিল্মের নামের প্রতি আপত্তি জানিয়েছিল অনেকেই। তাঁদের বক্তব্য, এই নামকরণের কারনে মানসিক প্রতিবন্ধীদের অপমান করা হয়েছে। তাই সেন্সর বোর্ডের কাছে চিঠি পাঠায় ইন্ডিয়ান সাইক্রিয়াট্রিক সোসাইটি। নির্মাতারা বলছেন, মানসিক স্বাস্থ্য জড়িত হলেও কারও সংবেদনশীলতায় তারা আঘাত করতে চায়নি। ২৬ জুলাই সিনেমাটি মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =