বিয়ে করছেন মা, কোন পথে জুনের রূপসী কন্যা?

কলকাতা: বিয়ে করতে চলেছেন ‘সিঙ্গল মাদার’ অভিনেত্রী জুন মালিয়া৷ শোনা যাচ্ছে ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়বেন জুন৷ দীর্ঘদিনের বন্ধু সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ আগামী পয়লা ডিসেম্বর সৌরভের সঙ্গে ১৪ বছরের বন্ধুত্বের সম্পর্ককে এবার পরিণতি দিতে চেয়েছেন তিনি৷ কিন্তু, জানেন মায়ের মতো রূপসী জুনের মেয়ে শিবাঙ্গিনী কী করছেন এখন? একটি সংবাদমাধ্যমে জুন মালিয়ার

বিয়ে করছেন মা, কোন পথে জুনের রূপসী কন্যা?

কলকাতা: বিয়ে করতে চলেছেন ‘সিঙ্গল মাদার’ অভিনেত্রী জুন মালিয়া৷ শোনা যাচ্ছে ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়বেন জুন৷ দীর্ঘদিনের বন্ধু সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ আগামী পয়লা ডিসেম্বর সৌরভের সঙ্গে ১৪ বছরের বন্ধুত্বের সম্পর্ককে এবার পরিণতি দিতে চেয়েছেন তিনি৷ কিন্তু, জানেন মায়ের মতো রূপসী জুনের মেয়ে শিবাঙ্গিনী কী করছেন এখন?

একটি সংবাদমাধ্যমে জুন মালিয়ার মেয়ে শিবাঙ্গিনী দানিয়েছিলেন তিনি মডেলিং করতে চান৷

বিয়ে করছেন মা, কোন পথে জুনের রূপসী কন্যা?

সৌন্দর্যে মা জুনকে টেক্কা দিচ্ছেন শিবাঙ্গিনী৷

বিয়ে করছেন মা, কোন পথে জুনের রূপসী কন্যা?

শিবাঙ্গিনী হতে চান মডেল৷ সেটাই তাঁর লক্ষ্য বলে খবরে প্রকাশ৷

বিয়ে করছেন মা, কোন পথে জুনের রূপসী কন্যা?

পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন শিবাঙ্গিনী৷

বিয়ে করছেন মা, কোন পথে জুনের রূপসী কন্যা?

ইতিমধ্যেই বেশ কিছু ফ্যাশন শোয়ে অংশ দিয়েছেন তিনি৷

বিয়ে করছেন মা, কোন পথে জুনের রূপসী কন্যা?

সুযোগ পেলে বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা, কটান সময়৷

বিয়ে করছেন মা, কোন পথে জুনের রূপসী কন্যা?

সমুদ্র সৈকতে একান্তে শিবাঙ্গিনী৷

বিয়ে করছেন মা, কোন পথে জুনের রূপসী কন্যা?

‘সিঙ্গল মাদার’ জুনের দু’সন্তানের মা৷ বড় মেয়ে শিবাঙ্গিনী৷

বিয়ে করছেন মা, কোন পথে জুনের রূপসী কন্যা?

মায়ের মতো তিনিও যে অভিনয় জগতে পা রাখবেন কি না, তা এখনও স্পস্ট নয়৷

বিয়ে করছেন মা, কোন পথে জুনের রূপসী কন্যা?

সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন তিনি৷

জানা গিয়েছে, ওই দিনই দু’জনের প্রথম দেখা হয়েছিল৷ কলকাতাতে বিয়ের আসরে আমন্ত্রিতদের তালিকায় ঘনিষ্ঠ বন্ধু আত্মীয়-স্বজন মূলত থাকবেন বলে শোনা যাচ্ছে৷ রেজিস্ট্রি করে বিয়ে করার পর রিসেপশন পার্টি দিচ্ছেন তাঁরা৷ ধুমধাম করে বিয়ে করার করার পরিকল্পনা রয়েছে মাঝবয়সী জুনের৷ এতদিন কিন্তু নিজের ব্যক্তিগত সম্পর্ক আড়ালেই রেখেছিলেন জুন৷

বিয়ে করছেন মা, কোন পথে জুনের রূপসী কন্যা?

সিঙ্গল মাদার হিসেবে নিজের দুই সন্তান শিবাঙ্গী ও শিবেন্দ্রকে যথেষ্ট যত্নের সঙ্গে বড় করেছেন তিনি৷ দুই সন্তান বড় হয়ে ওঠার পর এবার নিজের ব্যক্তিগত জীবনের দিকে নজর দিতে চান তিনি৷ অভিনেত্রী জুন মালিয়া টালিগঞ্জে দীর্ঘ ২৩ বছর ধরে বহু ছোট-বড় সিনেমায় কাজ করেছেন৷ তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে বহুবার৷ কিন্তু, মায়ের বিয়ের খবরে শিবাঙ্গিনীকেও কী সেই ‘বাধাই হো’র ছবির যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে? তা এখনও স্পস্ট না হলেও গুনজন কিন্তু চলছে নেটপাড়ায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =