প্রয়াত অভিনেত্রী বিদ্যা সিনহা

মুম্বই : প্রয়াত অভিনেত্রী বিদ্যা সিনহা৷ বয়স হয়েছিল ৭১ বছর৷ ‘পতিপত্নী আউর ওহ’, ‘ছোটি সি বাতে’র মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন তিনি৷ ১৯৭৪ সালে রজনীগন্ধায় নায়িকা চরিত্রে অভিনয় করেন৷ ১৯৮৬ সালে কিরায়াদার ছবির পর বড় পর্দা থেকে সরে দাঁড়ান৷ চলে যান টেলিভিশনে৷

প্রয়াত অভিনেত্রী বিদ্যা সিনহা

মুম্বই : প্রয়াত অভিনেত্রী বিদ্যা সিনহা৷ বয়স হয়েছিল ৭১ বছর৷ ‘পতিপত্নী আউর ওহ’, ‘ছোটি সি বাতে’র মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন তিনি৷ ১৯৭৪ সালে রজনীগন্ধায় নায়িকা চরিত্রে অভিনয় করেন৷ ১৯৮৬ সালে কিরায়াদার ছবির পর বড় পর্দা থেকে সরে দাঁড়ান৷ চলে যান টেলিভিশনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − one =