শ্যুটিংয়ের ফাঁকে নায়িকাকে নিয়ে ‘উধাও’ নায়ক! টলিপাড়ায় তোলপাড়

শ্যুটিংয়ের ফাঁকে নায়িকাকে নিয়ে ‘উধাও’ নায়ক! টলিপাড়ায় তোলপাড়

কলকাতা : বিয়ের আসর থেকে বউকে নিয়ে পালিয়ে যাচ্ছেন প্রেমিক, বাংলা সিনেমা কিংবা ধারাবাহিকের জগতে এমন দৃশ্য নিতান্তই জলভাত। ঘটনার নাটকীয়তা রীতিমতো উপভোগ করে থাকেন বাঙালি দর্শক। কিন্তু, সিনেমার শ্যুটিং করতে গিয়েই যদি নায়িকাকে নিয়ে পালিয়ে যান নায়ক? শুনতে অদ্ভুত হলেও অবাক হওয়ার কিছু নেই। সম্প্রতি এমনই এক ঘটনার কানাঘুষো শোনা যাচ্ছে টলিপাড়ায় কান পাতলে।

সম্প্রতি টালিগঞ্জের নতুন গুঞ্জনে উঠে এসেছে বহু পরিচিত এবং জনপ্রিয় এক জুটির নাম। তাঁদের ব্যক্তিগত প্রেম সম্পর্ক যে অনেকটাই এগিয়েছে তা শুনেছেন সকলেই। গুঞ্জনে কান পাতলে শোনা যাচ্ছে, সম্প্রতি এক ছবির শ্যুটিং চলাকালীন প্রেমিকা তথা নায়িকাকে নিয়ে শ্যুটিং ফ্লোর থেকে পালিয়ে গিয়েছিলেন নায়ক। বলা বাহুল্য, ছবির প্রযোজনা সংস্থা বা পরিচালক এ বিষয়ে মুখে একেবারেই কুলুপ এঁটেছেন। তবে এই নীরবতা গুঞ্জন থামাতে পারেনি।

আলোচ্য এই যুগল বহুদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। এমনকি বছর কয়েক আগে বিবাহ বিচ্ছেদও হয়েছে নায়িকার। কয়েকদিন আগে এই জুটিরএকটি ছবি মুক্তি পাওয়ার পর বর্তমানে তাঁরা ফের এক নতুন সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত হয়েছেন। আর সেই শ্যুটিং চলাকালীনই নাকি ঘটেছে উক্ত ঘটনা। ওই জুটির ঘনিষ্ঠ মহলের দাবি, শুধু সিনেমার শ্যুটিং চলাকালীনই নয়, তাঁর ফাঁকে ফাঁকেও ঘনিষ্ঠতায় মগ্ন হয়ে থাকেন তাঁরা। ছবির কাহিনীপটে রয়েছে ঘনিষ্ঠ দৃশ্য। কিন্তু তা সত্ত্বেও একদিনের জন্য প্রেমিকাকে নিয়ে উধাও হয়েছিলেন নায়ক।

এই ঘটনা নিয়ে শ্যুটিংয়ের সঙ্গে জড়িত বিশেষ কেউ মুখ না খোলায় সত্যতা সম্পর্কে তৈরি হয় ধোঁয়াশা। কিন্তু প্রেম গুঞ্জনের বিষয়ে সত্যতা নিয়ে আর কবেই বা মাথা ঘামিয়েছে রসিক মহল? একটা কিছু রটে গেলেই দিন কয়েকের জন্য তা নিয়ে জারি থাকবে দেদার চর্চা। আলোচনা সমালোচনার মাঝে এখন নায়ক বা নায়িকা মুখ খোলেন কিনা, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =