পর্দায় আগুন জ্বালানো ‘কামসূত্র থ্রিডি’র নায়িকার মৃত্যু

মুম্বই: প্রয়াত কামসূত্র থ্রিডি ছবির নায়িকা সায়রা খান৷ শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়েছে৷ মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা৷ কামসূত্র থ্রিডি-র পরিচালক রূপেশ পাল এক বিবৃতিতে বলেছেন, সায়রার পক্ষে ওই ছবি করা কঠিন ছিল কারণ তিনি ছিলেন অত্যন্ত রক্ষণশীল এক মুসলমান পরিবারের মেয়ে। কামসূত্র থ্রিডি-র আগে কয়েকটি আঞ্চলিক ছবিতে কাজ করেন সায়রা। থ্রিডি এই যৌনতামূলক ছবিটি

পর্দায় আগুন জ্বালানো ‘কামসূত্র থ্রিডি’র নায়িকার মৃত্যু

মুম্বই: প্রয়াত কামসূত্র থ্রিডি ছবির নায়িকা সায়রা খান৷ শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়েছে৷ মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা৷

কামসূত্র থ্রিডি-র পরিচালক রূপেশ পাল এক বিবৃতিতে বলেছেন, সায়রার পক্ষে ওই ছবি করা কঠিন ছিল কারণ তিনি ছিলেন অত্যন্ত রক্ষণশীল এক মুসলমান পরিবারের মেয়ে। কামসূত্র থ্রিডি-র আগে কয়েকটি আঞ্চলিক ছবিতে কাজ করেন সায়রা। থ্রিডি এই যৌনতামূলক ছবিটি ২০১৩-র কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =