মাঠের দাদাগিরি এবার বড়পর্দায়, কঠিন লড়াইয়ের গল্প শোনাবে ছবি

কলকাতা : জয়ের পর লর্ডসের বারান্দায় জার্সি উড়িয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি৷ ২০০২ সালে ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালের এই দৃশ্য প্রতিটি বাঙালির স্মৃতির মনিকোঠায় আজও উজ্জ্বল৷ এবার সেই দূর্লভ দৃশ্যকে সামনে রেখেই সিমেনা তৈরি করছেন পরিচালক অভিনয় দেওর৷ সিনেমার নাম ‘দুসরা, ইন্ডিয়াস আদার ফ্রিডম স্ট্রাগল’৷ যার ট্রেলার প্রকাশও পেয়ে গিয়েছে৷ সৌরভ গাঙ্গুলির জেদকে হাতিয়ার করেই

মাঠের দাদাগিরি এবার বড়পর্দায়, কঠিন লড়াইয়ের গল্প শোনাবে ছবি

কলকাতা : জয়ের পর লর্ডসের বারান্দায় জার্সি উড়িয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি৷ ২০০২ সালে ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালের এই দৃশ্য প্রতিটি বাঙালির স্মৃতির মনিকোঠায় আজও উজ্জ্বল৷ এবার সেই  দূর্লভ দৃশ্যকে সামনে রেখেই সিমেনা তৈরি করছেন পরিচালক অভিনয় দেওর৷ সিনেমার নাম ‘দুসরা, ইন্ডিয়াস আদার ফ্রিডম স্ট্রাগল’৷ যার ট্রেলার প্রকাশও পেয়ে গিয়েছে৷

সৌরভ গাঙ্গুলির জেদকে হাতিয়ার করেই একটি মেয়ের লড়াইয়ের চিত্রনাট্য বুনেছেন সিনেমার পরিচালক৷ প্রকাশিত ট্রেলারে দেখা যাচ্ছে, সেই ম্যাচ দেখছে মেয়েটি৷  তারপর থেকেই শুরু হয় তার স্বপ্ন বোনা৷ লর্ডসের ব্যালকনিতে দাদার সেই জার্সি ওড়ানো কত তরুণ তরুণীকে যে সাহস জুগিয়েছে সেটাই বুঝিয়েছেন পরিচালক৷ প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্লবিতা বোরঠাকুর এবং অঙ্কুর বিকাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =