ক্ষুদেদের নিয়ে ছবি দেখলেই মিলবে চলচ্চিত্র উৎসবের ছাড়পত্র

কলকাতা: শুরু হল অষ্টম কলকাতা শিশু চলচ্চিত্র উৎসব৷ আটদিন ধরে ন’টি প্রেক্ষাগৃহে চলবে এই উৎসব৷ ৩৫টি দেশের মোট ২০০টি ছবি দেখানো হবে এবারের শিশু চলচ্চিত্র উৎসবে৷ তবে অভিভাবকরাও চাইলে ছবি দেখতে পারবেন৷ কিন্তু তার জন্য একটি শর্ত দেওয়া হয়েছে৷ তা হল, বাচ্চাদের সঙ্গে নিয়ে আসতে হবে৷ তাহলেই হলে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে৷ এই অনুষ্ঠানকে

ক্ষুদেদের নিয়ে ছবি দেখলেই মিলবে চলচ্চিত্র উৎসবের ছাড়পত্র

কলকাতা: শুরু হল অষ্টম কলকাতা শিশু চলচ্চিত্র উৎসব৷ আটদিন ধরে ন’টি প্রেক্ষাগৃহে চলবে এই উৎসব৷ ৩৫টি দেশের মোট ২০০টি ছবি দেখানো হবে এবারের শিশু চলচ্চিত্র উৎসবে৷ তবে অভিভাবকরাও চাইলে ছবি দেখতে পারবেন৷

কিন্তু তার জন্য একটি শর্ত দেওয়া হয়েছে৷ তা হল, বাচ্চাদের সঙ্গে নিয়ে আসতে হবে৷ তাহলেই হলে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে৷ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নন্দন চত্বরকে বিভিন্ন কাল্পনিক চরিত্রের আদলে সাজিয়ে তোলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 9 =