বলিউট কাঁপিয়ে এবার গুগ্‌ল ইন্ডাস্ট্রির দায়িত্ব দিলেন এই অভিনেত্রী

তিনি ছিলেন ‘পাপা ক্যাহতে হ্যায়’ ছবির নায়িকা৷ নয়েক দশকে বলিউট কাঁপিয়ে ২০০০ সালের অভিনয় ছেড়েন৷ এবার বড়পর্দাকে বিদায় জানানো পর গুগ্ল ইন্ডাস্ট্রির প্রধানের দায়িত্ব পেলন বলিউট কাঁপানো নায়িকা ময়ূরী কঙ্গো৷ ২০০৩ সালের ডিসেম্বর মাসে এক ভারতীয়কে বিয়ে করেন ময়ূরী৷ পরে স্বামীর সঙ্গে চলে যান নিউইয়র্কে৷ এমবিএ করেন৷ বড়পর্দা ছেড়ে বেরিয়ে আসার কারণ ছিল করপোরেট জগতে

বলিউট কাঁপিয়ে এবার গুগ্‌ল ইন্ডাস্ট্রির দায়িত্ব দিলেন এই অভিনেত্রী

তিনি ছিলেন ‘পাপা ক্যাহতে হ্যায়’ ছবির নায়িকা৷ নয়েক দশকে বলিউট কাঁপিয়ে ২০০০ সালের অভিনয় ছেড়েন৷ এবার বড়পর্দাকে বিদায় জানানো পর গুগ্‌ল ইন্ডাস্ট্রির প্রধানের দায়িত্ব পেলন বলিউট কাঁপানো নায়িকা ময়ূরী কঙ্গো৷

২০০৩ সালের ডিসেম্বর মাসে এক ভারতীয়কে বিয়ে করেন ময়ূরী৷ পরে স্বামীর সঙ্গে চলে যান নিউইয়র্কে৷ এমবিএ করেন৷ বড়পর্দা ছেড়ে বেরিয়ে আসার কারণ ছিল করপোরেট জগতে কেরিয়ার গড়ার স্বপ্ন৷ ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত নিউইয়র্কের বেশ কয়েকটি সংস্থায় গুরুত্বপূর্ণ পদে কাজ করার পর মা হতে ফিরে আসেন ভারতে৷ এবার, গুগ্‌ল ইন্ডাস্ট্রির প্রধানের দায়িত্ব দিয়ে দেশে ফিরলেন ময়ূরী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 14 =