প্রকাশ্যে ধূমপান করে জরিমানা গুনলেন অভিনেতা

প্রকাশ্যে ধূমপান করে জরিমান গুনলেন তেলুগু ফিল্মের জনপ্রিয় অভিনেতা রাম পোঠিনেনি৷ হায়দরাবাদের ঐতিহাসিক চারমিনারে ছবির শ্যুটিং চলাকালীন অভিনেতাকে জরিমানা করা হয়৷ চারমিনার চত্বরে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ৷ নির্দেশ নাম মেনে ধূমপানের জন্য পুলিশ রামকে ২০০ টাকা জরিমানা করেছে বলে খবর৷ অভিনয়ের অঙ্গ হিসেবেই সিগারেট ধরানো হলেও পুলিশ তা শোনেনি৷ শ্যুটিং চলাকালীন অভিনেতার নামে জরিমানার চালান ধরিয়ে

প্রকাশ্যে ধূমপান করে জরিমানা গুনলেন অভিনেতা

প্রকাশ্যে ধূমপান করে জরিমান গুনলেন তেলুগু ফিল্মের জনপ্রিয় অভিনেতা রাম পোঠিনেনি৷ হায়দরাবাদের ঐতিহাসিক চারমিনারে ছবির শ্যুটিং চলাকালীন অভিনেতাকে জরিমানা করা হয়৷

চারমিনার চত্বরে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ৷ নির্দেশ নাম মেনে ধূমপানের জন্য পুলিশ রামকে ২০০ টাকা জরিমানা করেছে বলে খবর৷ অভিনয়ের অঙ্গ হিসেবেই সিগারেট ধরানো হলেও পুলিশ তা শোনেনি৷ শ্যুটিং চলাকালীন অভিনেতার নামে জরিমানার চালান ধরিয়ে দেয় পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 15 =