অনেক হয়েছে, বলিউড থেকে ইস্তফা দিচ্ছি! অনুভব-বিদ্রোহে কাঁপছে সিনেপাড়া

মুম্বাই: বলিউড থেকে বিদায় নিলেন পরিচালক অনুভব সিনহা। সম্প্রতি একটি টুইট করে এই কথা জানিয়েছেন পরিচালক। টুইটারে বলিউডের প্রতি নিজের ক্ষোভ উগরে দিয়েছেন পরিচালক। লিখেছেন, 'অনেক হয়েছে। বলিউড থেকে ইস্তফা দিচ্ছি আমি।' কিন্তু কী কারণে তিনি ইস্তফা দিচ্ছেন, তা স্পষ্ট করেননি পরিচালক।

848a9266fb1fa4ef3cbae62ad3ee72f2

 

মুম্বই: বলিউড থেকে বিদায় নিলেন পরিচালক অনুভব সিনহা। সম্প্রতি একটি টুইট করে এই কথা জানিয়েছেন পরিচালক। টুইটারে বলিউডের প্রতি নিজের ক্ষোভ উগরে দিয়েছেন পরিচালক। লিখেছেন, 'অনেক হয়েছে। বলিউড থেকে ইস্তফা দিচ্ছি আমি।' কিন্তু কী কারণে তিনি ইস্তফা দিচ্ছেন, তা স্পষ্ট করেননি পরিচালক।

'মুলক', 'আর্টিকেল ১৫', 'রা. ওয়ানে', 'দশ' এবং 'তুমি বিন ২'-এর মতো ছবির জন্য বিখ্যাত অনুভব। সম্প্রতি তিনি ঘোষণা করেছিলেন, “আমি অবসর নেওয়ার আগেই আরও একটি সুপার হিরো ছবি বানাব। এ ব্যাপারে আমি নিশ্চিত। তবে এর এর মানে এই নয় যে ছবিটি 'রা.ওয়ান'-এর সিক্যুয়াল হবে। আমি একটি বড় সুপার হিরো ফিল্ম বানাতে চাই। এবং সেটা আমি করবই। তবে পরবর্তী চার-পাঁচ বছরের মধ্যে নয়।” আর তারপরই ইস্তফার কথা ঘোষণা করলেন পরিচালক। যদিও পরিচালকের অনুরাগী এবং অনুগামীরা অনেকেই তাঁর সিদ্ধান্তকে সমর্থন করেছেন। অনেকে আবার উলটো প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেছেন, তাঁর বলিউড থেকে পদত্যাগ করা উচিত নয়।

অনুভব কিছু না বললেও অনেকে বলছেন বলিউডে এখন যা চলছে, তা মেনে নিতে পারেননি। মাস খানেক ধরে যা চলছে, তাতে হয়তো হতাশ হয়েছেন তিনি। ১৪ জুন আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। তাঁর আত্মহত্যার কারণ স্বজনপোষণ বলে অভিযোগ ওঠে। সলমন খান, করণ জোহর, আদিত্য চোপড়ার উপর অভিযোগের আঙুল ওঠে। এরপর সোচ্চার হন কঙ্গনা রানাউত। কথা প্রসঙ্গেই তিনি তাপসী পান্নুকে একহাত নেন। বলেন আউটসাইডার হয়েও স্ট্রাগল করে যাচ্ছেন তাঁরা। ভাল চরিত্র পাচ্ছেন না। অথচ করণ জোহরের মতো মানুষকে সমর্থন করেন। পালটা দেন তাপসীও। বলিউডের এসব ঘটনায় কার্যত হতাশ তিনি।