তা হলে কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন? ললিতে মগ্ন সুস্মিতাকে প্রশ্ন খোদ তসলিমার

তা হলে কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন? ললিতে মগ্ন সুস্মিতাকে প্রশ্ন খোদ তসলিমার

কলকাতা: ললিতে মগ্ন সুস্মিতা৷ দীর্ঘদিনের নিরবতা ভেঙে ধুমকেতুর মতো উদয় হওয়া ললিতের  টুইটে আলোড়ন পড়েছে বিশ্বজুড়ে৷ নিজস্ব ভঙ্গিতে তিনি বিশ্বদুনিয়াকে জানিয়েছেন, অভিনেত্রী সুস্মিতা সেন তাঁর নতুন ‘সঙ্গিনী’!  ললিতের এই টুইটে অবশ্য অভিনেত্রীর পুরুষ অনুরাগীদের হৃদয় ভেঙেছে। কোন রসায়নে ললিতকলায় বুঁদ হলেন সুস্মিতা তা নিয়েও শুরু হয়েছে চর্চা-তর্ক-বিতর্ক৷ তাঁদের সম্পর্কের চর্চায় জুটেছে বলিউড, টলিউড, সাধারণ, অ-সাধারণ সকলেই! শনিবার সেই তালিকায় জুড়ল আরও একটি নাম৷ তসলিমা নাসরিন। সরাসরি সুস্মিতার উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘তা হলে কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন….?’

আরও পড়ুন- ‘আনন্দের প্রতিভূ হয়ে কেকে বেঁচে থাকুক ভক্তদের মাঝে’, আর্জি পরিবারের

ললিত মোদীর সঙ্গে সম্পর্কের আগে সুস্মিতাকে নিয়ে তসলিমার অনুভূতি ঠিক কেমন ছিল? কাছ থেকে মাত্র একবারই সুস্মিতাকে চাক্ষুষ করার সুযোগ পেয়েছিলেন লেখিকা। বহু বছর আগে তাঁদের সাক্ষাৎ হয়েছিল কলকাতা বিমানবন্দরে৷ প্রথম আলাপেই লেখিকাকে বুকে জড়িয়ে ধরেছিলেন প্রাক্তন মিস ইউনিভর্সা। বলেছিলেন, ‘‘ভালবাসি!’’ সেই আলাপে তসলিমা বুঝে গিয়েছিলেন, সৌন্দর্য বা শারীরিক উচ্চতায় নয়, সুস্মিতা অনেক বড়  তাঁর আচার-আচরণেও।

বলা যেতে পারে সেই দিন থেকেই তসলিমার সঙ্গে সুস্মিতার মধুর সম্পর্ক৷  অভিনেত্রীর ব্যক্তিত্বের জৌলুসে চোখ ধাঁধিয়ে গিয়েছিল লেখিকার। সেই ভালোলাগা আরও গভীর হয়েছিল, যখন জানতে পারেন মাত্র ২৫ বছর বসয়ে এক কন্যা সন্তান দত্তক নিয়েছে৷ সুস্মিতা এখন অবশ্য দুই কন্যার মা! তসলিমা অভিনেত্রীকে যতটুকু চিনেছেন, তাতে তাঁর মনে হয়েছে সুস্মিতা প্রচণ্ড সৎ, সাহসী,  স্বনির্ভর, দৃঢ় এবং ঋজু। সেই নারী কিনা ললিতে আসক্ত! তিনি এক কথায় ধনকুবের৷ কিন্তু ক্রিকেট দুনিয়ায় বেটিং কেলেঙ্কারিতে কলঙ্কিত। যিনি গ্রেফতারি এড়াতে লন্ডনে ফেরার! এমন একজনের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক যেন মেনে নিতে পারছেন না লেখিকা। এই জায়গা থেকেই তাঁর আক্ষেপ৷ তাঁর কথায়, ‘একাধিক দুর্নীতিতে লিপ্ত অত্যন্ত অনাকর্ষণীয় এক লোকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে সুস্মিতা৷ লোকটি প্রচণ্ড ধনী বলেই কি? তা হলে কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন তিনি?’

ললিতের সঙ্গে সুস্মিতার সম্পর্ক নিয়ে দোলাচলে থাকলেও, তসলিমার কথায়, ‘টাকার প্রেমে যাঁরা পড়েন, তাঁদের উপর থেকে আমার খুব দ্রুতই শ্রদ্ধা চলে যায়৷