মুম্বই: #METOO আন্দোলেনর বিতর্ক ঝড় তুলেছিল ভারতীয় সেলেব জগতে৷ সেই বিদ্রোহের আগুন ছড়িয়েছিল, দেশের ননান প্রান্তে৷ সেই যাঁকে নিয়ে এত বিতর্ক, সেই অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা চালানোর মতো তথ্যপ্রমাণই খুঁজে পেল না মুম্বই পুলিশ!
আন্ধেরির মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের কাছে পুলিশ একটি রিপোর্ট জমা দিয়েছে৷ বি সামারি রিপোর্ট দেওয়া মানে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট ফাইল করার মতো প্রমাণ না থাকা৷
কিন্তু, কী নিয়ে হঠাৎ এত বিতর্ক? ২০১৮ সালের অক্টোবরে অভিনেত্রী তনুশ্রী দত্তের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন৷ তনুশ্রীর অভিযোগ, ২০০৮ সালে হর্ন ওকে প্লিজ নামের একটি ছবির গানের দৃশ্যের শ্যুটিংয়ের সময় তাঁকে শ্লীলতাহানি করেন নানা৷ বাধা দিলে তাঁকে অপমান করা হয়৷ ওই ঘটনার ১০ বছর পর হঠাৎ নানার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন বলিউডে ‘#METOO’ আন্দোলন জোরদার হয়ে ওঠে৷