বিতর্কিত মন্তব্যের জের, তারক মেহতা’র ববিতা মুনমুনের বিরুদ্ধে মামলা

বিতর্কিত মন্তব্যের জের, তারক মেহতা’র ববিতা মুনমুনের বিরুদ্ধে মামলা

মুম্বই:  বিতর্কিত মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের রোষে পড়েছিলেন তিনি৷ এবার তারক মেহতা কা উল্টা চশমা খ্যাত অভিনেত্রী ববিতা ওরফে মুনমুন দত্তর বিরুদ্ধে এসসি এবং এসটি আইনে মামলা রুজু করা হল৷ ন্যাশনাল অ্যালায়েন্স ফর দলিত হিউম্যান রাইটসের আহ্বায়ক রজত কলসনের অভিযোগের ভিত্তিতে অভিনেত্রী বিরুদ্ধে এফআইআর-ও করা হয়েছে৷ টুইটার অ্যাকাউন্টে এফআইআর-এর কপি শেয়ারও করেছেন রজত৷

আরও পড়ুন- ‘লাভ ইউ জিন্দেগি’র সুরে জীবনের আশা জাগানো তরুণীর মৃত্যু, শোকাহত সোনু

কিন্তু কী বলেছিলেন মুনমুন? অভিনেত্রীর বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ রয়েছে৷ তাঁর মন্তব্যকে বর্ণবিদ্বেষমূলক বলে মনে করছেন নেটিজেনদের একাংশও৷ সম্প্রতি একটি ভিডিয়ো আপলোড করেছিলেন মুনমুন৷ যেখানে তাঁকে বলতে শোনা যায়, খুব শীঘ্রই ইউটিউবে আসতে চলেছেন তিনি৷ সেখানে যাতে তাঁকে সুন্দর দেখায়, সে দিকেই জোড় দেবেন৷ যাতে তাঁকে ‘ভাঙ্গি’র মতো দেখতে না লাগে৷ তাঁর এই মন্তব্যে বেজায় চটে নেটিজেনরা৷ তাদের দাবি, মুনমুন সমাজের পিছিয়ে পড়া মানুষদের উদ্দেশেই এই মন্তব্য করেছেন৷ সোশ্যাল মিডিয়ায় রোশের মুখে পড়ে তড়িঘড়ি ক্ষমাও চেয়ে নেন মুনমুন৷ তিনি বলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে৷

সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে মুনমুন বলেন, তাঁর ব্যবহৃত শব্দের ভুল ব্যাখ্যা হয়েছে৷ তিনি কারও ভাবাবেগ বা অনুভূতিকে আঘাত করতে চান না৷ মুনমুন জানান, তিনি প্রতিটি বর্ণ, লিঙ্গ, জাতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল৷ তাঁর কথায়, ‘শব্দের অর্থ সম্পর্কে ভুল তথ্য ছিল৷’ ওই নোটের শেষে মুনমুন লেখেন, ‘‘আমার ব্যবহৃত শব্দ অনিচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করলে আমি তাঁর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি৷’’

আরও পড়ুন- নেট দুনিয়াতেই ভক্তদের ‘ঈদ মুবারক’ বলিউডি সেলেবদের

যদিও তাতে বরফ গলেনি৷ তাঁর এই ক্ষমা প্রার্থনার বিষয়টি বিরুদ্ধে সরব হন রজত৷ তিনি বলেন, কিছু মানুষ বলছেন, মুনমুন তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন৷ কিন্তু কোনও ব্যক্তি কাউকে খুন করে ক্ষমা চাইলে আইন বা মানুষ তাঁকে ক্ষমা করবে কী?’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *