‘তুমি সবচেয়ে বড় নারীবাদী’, অনুরাগের পাশে দাঁড়ালেন তাপসী

মুম্বই: অভিনেত্রী পায়েল ঘোষ অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার একদিন পর মুখ খুললেন অভিনেত্রী তাপসী পান্নু। অনুরাগের সমর্থনে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে অনুরাগকে “বৃহত্তম নারীবাদী” বলেও অভিহিত করেছেন তাপসী।

মুম্বই: অভিনেত্রী পায়েল ঘোষ অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার একদিন পর মুখ খুললেন অভিনেত্রী তাপসী পান্নু। অনুরাগের সমর্থনে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে অনুরাগকে “বৃহত্তম নারীবাদী” বলেও অভিহিত করেছেন তাপসী।

অনুরাগ কাশ্যপের সঙ্গে একটি ছবি শেয়ার করে তাপসী লিখেছেন, “আমার বন্ধু, আমি জানা সবচেয়ে বড় নারীবাদী তুমি। আর একটি শিল্পকর্ম নিয়ে খুব শীঘ্রই সেটে দেখা হবে। তোমার তৈরি করা পৃথিবীতে নারীরা কতটা শক্তিশালী এবং তাৎপর্যপূর্ণ তা দেখা যায়।” তাপসী অনুরাগ কাশ্যপ পরিচালিত ২০১৮ সালের ছবি ‘মনমর্জিয়া’-তে অভিনয় করেন। এবং তারা পরে’ সান্ড কি আঁখ’-এর জন্য সহযোগিতা করেছিলেন।

For you, my friend , are the biggest feminist I know. See you on the sets soon of yet another piece of art that shows how powerful and significant women are in the world you create 🙂 🤗

A post shared by Taapsee Pannu (@taapsee) on Sep 19, 2020 at 10:23pm PDT

এদিকে, শনিবার, পায়েল ঘোষ টুইটারে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে মুখ খোলার চেষ্টা করেছিলেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিজের টুইটে ট্যাগ করেন ও অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি লেখেন, “অনুরাগ কাশ্যপ নিজেকে আমার উপর অত্যন্ত খারাপভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। দয়া করে পদক্ষেপ নিন এবং দেশটিকে এই সৃজনশীল লোকটির পিছনে থাকা দানবটি দেখতে দিন। আমি সচেতন যে এটি আমার ক্ষতি করতে পারে এবং আমার নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। প্লিজ সহায়তা করুন।” একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, “আমি অস্বস্তি বোধ করছিলাম। যা ঘটেছিল তা হওয়া উচিত ছিল না। যদি কেউ কাজের জন্য আপনার কাছে আসে, তার মানে এই নয় যে ওই ব্যক্তি যে কোনও কিছু করতে প্রস্তুত রয়েছে।”

আরও পড়ুন: ‘বসে’র মতো ক্লাস নিচ্ছেন নবতিপর অধ্যাপক, আবেগে ভাসল নেটিজেনরা

অনুরাগ কাশ্যপ অবশ্য তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং এগুলিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। অনুরাগ কাশ্যপ একাধিক টুইটের অভিযোগে অভিযোগগুলি বাতিল করে দিয়েছেন এবং তাকে ‘নীরবতার চেষ্টা’ বলে বর্ণনা করেছেন। হিন্দিতে পোস্ট করা একটি দীর্ঘ টুইটে অনুরাগ কাশ্যপ লিখেছিলেন, “বাহ, আমাকে থামানোর চেষ্টা করতে আপনার এত সময় লেগেছে। কিছু মনে করবেন না … আমাকে চুপ করার জন্য আপনি নিজে একজন মহিলা হওয়া সত্ত্বেও অন্য মহিলাকে টেনে এনেছেন। দয়া করে সীমাবদ্ধ থাকুন ম্যাডাম। আমি শুধু বলতে চাই সমস্ত অভিযোগ ভিত্তিহীন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − three =