‘চটি-চাটা’ থেকে ‘রাম-বাম’, সমাজমাধ্যমে তীব্র খোঁচা স্বস্তিকার

কলকাতা: আরজি কর কাণ্ডের সুবিচারের দাবিতে প্রথম থেকেই প্রতিবাদে সরব হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়৷ তবে তাঁর প্রতিবাদ কেবল সমাজমাধ্যমে আবদ্ধ হয়ে থাকেনি৷ প্রায় প্রতিদিনই প্রতিবাদ…

Swastika Mukherjee trolls

কলকাতা: আরজি কর কাণ্ডের সুবিচারের দাবিতে প্রথম থেকেই প্রতিবাদে সরব হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়৷ তবে তাঁর প্রতিবাদ কেবল সমাজমাধ্যমে আবদ্ধ হয়ে থাকেনি৷ প্রায় প্রতিদিনই প্রতিবাদ মিছিল থেকে রাত দখলের রাতেও তাঁর উপস্থিতি দেখা গিয়েছে৷ কিন্তু তা সত্ত্বেও সমাজমাধ্যমে বহুবার ট্রোলের শিকার হয়েছেন তিনি৷ কখনও তাঁকে তৃণমূল সমর্থক, আবার কখনও তাঁকে ‘রাম বাম’ বলেও কটাক্ষ করা হয়েছে৷ এবার সমাজমাধ্যমে এই বিষয় নিয়ে সরব হলেন অভিনেত্রী৷ (Swastika Mukherjee trolls)

 

ফেসবুক পোস্টে স্বস্তিকা লিখেছেন,

‘কাউকে কমরেড বলে সম্বোধন করলে আমি নিশ্চিত লাল, এক দশক বা তার একটু কম বেশি আগে পরে, এক জোড়া চটির ছবি দিয়েছিলাম বলে আমি সবুজ৷’

এমনকি সায়নী ঘোষকে নির্বাচনে জয়ী হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানানোয় কটাক্ষের শিকার তিনি৷ এই প্রসঙ্গে অভিনেত্রী লিখেছেন,

‘ওহ সরি, আমার কলিগ সায়নীকে ‘কনগ্রাটস’ও বলেছিলাম৷ ওহ সরি, এখন আবার সবুজ না বলে নতুন শব্দ হল চটি-চাটা৷’

স্বস্তিকা ব্যঙ্গ করে আরও লেখেন,

‘রং দে তু মোহে গেরুয়া’ গানটা  গাইলে আমি গেরুয়া৷ আজাদি স্লোগান তুললে আমি জেএনইউ – ওহ, না না ওরা তো কোনও দল না, ভুলে যাই৷ কংগ্রেস বোধহয় কারুর সাতে পাঁচে থাকে না, ওরা কোনওদিন গালাগাল দেয়নি। মনে হয় ওরা এই সব আইটি সেল জাতীয় ব্যাপারে খরচ কম করে৷’

সমাজমাধ্যমে তারকাদের নিয়ে মিম বা কার্টুন তৈরির টাকা আসে কোথা থেকে এই প্রশ্ন তুলে অভিনেত্রী আরও লেখেন,

‘এই যে মাস পিটিশন বা মাস কনভেনশন টাইপের মাস নোংরামো, মাস গালাগাল, মাস ভুয়ো তথ্য ছড়ানো, মাস মিম বানানো, মাস কার্টুন আঁকা প্রতিযোগিতা- এইসব করতে তো খরচা লাগে। যারা প্রতিবাদ করছেন না, এসবের আবার কী দরকার ভেবে, তারা এই ব্যাপারটা একটু ভেবে জানাবেন তো। কমেন্ট সেকশনে যেখানে গালাগাল দিচ্ছেন, সেখানে জানিয়ে দেবেন, ওটা সর্বদা খোলা থাকবে। আগে থেকে থ্যাংক ইউ বলে দিলাম।’

এর আগে ধর্মতলায় রাত দখলের রাতে কয়েকজনের সঙ্গে হেসে সেলফি তোলায় সমাজমাধ্যমে প্রবল ট্রোল করা হয় তাঁকে। নেটনাগরিকরা তাঁকে ঘিরে কটাক্ষ করে বলেন, এটা কোনও মজার বিষয় নয়৷ প্রতিবাদ মঞ্চ কোনও সেলফি তোলার জায়গা নয়। যদিও ইতিমধ্যে সেই ট্রোলের জবাবও দিয়েছেন তিনি।

 

আরও পড়ুন-

ঋতুপর্ণাকে চরম হেনস্থা আরজি কর আন্দোলনকারীদের

প্রতিবাদে হাসি কেন? ‘পিরিয়ড হলে…’ পালটা প্রশ্ন স্বস্তিকার

দিন শেষে নতিস্বীকার কাঞ্চনের! জানালেন ‘ভেঙে পড়ার’ আসল কারণ

Entertainment; Bengali actress Swastika Mukherjee has hit back at online trolls who have criticized her for her stance on the RG Kar Medical College incident. She has been accused of being politically biased and has faced a barrage of personal attacks.