‘মীরাক্কেল’ থেকে সরছেন শ্রীলেখা? আসতে পারেন স্বস্তিকা!

কলকাতা: বড়সড় রদবদল আসতে চলেছে রিয়ালিটি শো 'মীরাক্কেল'-এ। শোনা যাচ্ছে বিচারকের আসন থেকে সরছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার পরিবর্তে আসতে পারেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এমনকী নুসরত জাহানের আসার সম্ভাবনাও রয়েছে বলে টলিউডের অন্দর গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি এই নিয়ে মন্তব্য করেছেন শ্রীলেখা।

 

কলকাতা: বড়সড় রদবদল আসতে চলেছে রিয়ালিটি শো 'মীরাক্কেল'-এ। শোনা যাচ্ছে বিচারকের আসন থেকে সরছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার পরিবর্তে আসতে পারেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এমনকী নুসরত জাহানের আসার সম্ভাবনাও রয়েছে বলে টলিউডের অন্দর গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি এই নিয়ে মন্তব্য করেছেন শ্রীলেখা।

'মীরাক্কেল' শুরুর প্রায় গোড়া থেকেই পরাণ বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তের সঙ্গে বিচারকের আসন অলংকৃত করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাই পরের সিজনে যে তিনি বিচারক থাকবেন এই নিয়ে দ্বিমত ছিল না কারওর। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল 'মীরাক্কেল' আবার ফিরছে পর্দায়। শুরু হতে চলেছে অডিশন খুব শীঘ্রই। তবে থেকে সরে গেল বিচারকের আসনে রদবদল হতে চলেছে। পরাণ বন্দ্যোপাধ্যায় এবং রজতাভ দত্ত যে যার জায়গায় থাকবেন।

শুধু শ্রীলেখা মিত্র যাচ্ছেন বদলে। একথা জানিয়েছেন শ্রীলেখা নিজেই। টুইটারে তিনি লিখেছেন, “সবচেয়ে জনপ্রিয় কমেডি শো আমাকে ছাড়াই শুরু হতে চলেছে। সত্যি কথা বলেছিলাম। তারই মূল্য দিতে হল। ব্র্যান্ডের প্রতি সৎ ছিলাম। কিন্তু সিস্টেমের কাউকে তেল মারিনি। তারই মূল্য চোকাতে হল আমাকে। চ্যানেলকে ধন্যবাদ। আমি আমার খামতিগুলোকে মেনে নিচ্ছি। আমাকে যাঁরা ঘৃণা করেন, তাঁরা এখন পার্টি করতে পারেন।” শ্রীলেখার এই জনপ্রিয় কমেডি শো যে 'মীরাক্কেল', তা উল্লেখ না করলেও বুঝতে বাকি নেই।

কিছুদিন আগে টলিউডের স্বজনপোষণের নিয়ে কথা বলার জন্য খবরের শিরোনাম এসেছিলেন শ্রীলেখা। প্রসেনজিৎ ও ঋতুপর্ণার কথা উল্লেখ করে তিনি বলেছিলেন যে তাঁদের মধ্যে প্রেম থাকা জন্যই তিনি কখনও হিরোইনের চরিত্র পাননি। তাঁকে পার্শ্ব চরিত্রে অভিনয় করই খুশি থাকতে হয়েছিল। তিনি এও বলেছিলেন টলিউডে প্রত্যেক হিরোর একজন করে পছন্দসই হিরোইন রয়েছেন। তাঁর কোন গডফাদার ছিল না এবং তিনি কোন নায়কের সঙ্গে প্রেম করেননি।

তার জন্য হিরোইনের চরিত্র পাওয়া তাঁর বরাতে জোটেনি। কথা প্রসঙ্গে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম না নিয়ে একাধিক মন্তব্য করেন শ্রীলেখা। টেনে আনেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে স্বস্তিকার সম্পর্কের কথা। আর সেই স্বস্তিকাই সম্ভবত এবার বিচারক হিসেবে আসতে চলেছেন 'মীরাক্কেল'-এ। তবে স্বস্তিকা যে বিচারকের আসনে বসেছেন, এমন কোন চূড়ান্ত খবর এখনও পর্যন্ত জানা যায়নি শোনা যাচ্ছে বিচারকের আসনে আসতে পারেন নুসরত জাহান কিংবা পাওলি দাম। তিন জনের সঙ্গেই চ্যানেল কর্তৃপক্ষ কথাবার্তা বলছে। তবে শ্রীলেখা যে থাকছেন না, তা একেবারে পাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 12 =