×

বিয়ে করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর, পাত্রের সঙ্গে রাজনীতির যোগ

 
swara

মুম্বই: এই খবর প্রকাশ্যে আসতেই সকলে চমকে গিয়েছেন। কারণ অন্যান্য বলিউডি বিয়ের মতো বিন্দুমাত্র আলোচনা ছিল না এই বিয়ে নিয়ে। কতজন এই ব্যাপারে জানতেন তাতেই সন্দেহ। আসলে বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী স্বরা ভাস্কর। বৃহস্পতিবার রেজিস্টারের ঘরের বাইরের বিয়ের সেই ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। জানা গিয়েছে, গত ৬ জানুয়ারি আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী। 

আরও পড়ুন- নীল ছবিতে কাজ করে কত আয় করেছিলেন পর্ন তারকা মিয়া খালিফা? জানান অভিনেত্রী নিজেই

স্বরার স্বামী সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। আইনি বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে অভিনেত্রী লিখেছেন, ''অনেক সময় আমরা কিছু জিনিস অনেক দূরে দূরে খুঁজি কিন্তু সেটা একদম কাছেই থাকে। আমরা ভালবাসা খুঁজছিলাম। কিন্তু আগে খুঁজে পেলাম বন্ধুত্ব। তার পর একে অপরকে খুঁজে পেলাম।'' অভিনেত্রী এও জানিয়েছেন যে, রাজনৈতিক মঞ্চেই তাঁদের প্রথম দেখা হয়েছিল। সেখান থেকেই তাঁদের নতুন সম্পর্কের যাত্রা শুরু হয়েছে। 

তবে স্বরার 'লাভ লাইফ' নিয়ে অনেক গুঞ্জন ছিল। অনেকেই ভাবতেন তাঁর সঙ্গে লেখক হিমাংশু শর্মার প্রেম আছে। কিন্তু অবশেষে সত্য প্রকাশ্যে এবং তা নিজেই শেয়ার করে নিয়েছেন 'নীল বাতে সন্নাটা' অভিনেত্রী। বলিপাড়া থেকে পরপর শুভেচ্ছাবার্তা আসছে তাঁর কাছে।  

From around the web

Education

Headlines