‘বিনোদন দুনিয়াটা বড্ড পুরুষতান্ত্রিক!’ বলিউডে যৌন হেনস্তার প্রতিবাদে সোচ্চার স্বরা

মুম্বই:  আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় যখন গোটা দেশ তোলপাড়, ঠিক তখনই হেমা কমিটির রিপোর্ট ঘিরে মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোরগোল। বাংলা ইন্ডাস্ট্রিতেও…

swara bh

মুম্বই:  আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় যখন গোটা দেশ তোলপাড়, ঠিক তখনই হেমা কমিটির রিপোর্ট ঘিরে মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোরগোল। বাংলা ইন্ডাস্ট্রিতেও একই ছবি৷ যৌন হেনস্তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ঋতাভরী চক্রবর্তী। তাঁর সমর্থন জানিয়েছেন রূপাঞ্জনা মিত্র, অনীক দত্ত, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়রাও৷ এবার বলিউডে যৌন হেনস্তার প্রতিবাদে সরব হলেন স্বরা ভাস্কর।

ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘‘হেমা কমিটির রিপোর্ট পড়ে সত্যিই মন ভেঙে গিয়েছে৷ এই ঘটনার সঙ্গে আমি নিজের অভিজ্ঞতার মিল পাচ্ছি। এই বিনোদন দুনিয়াটা প্রথম থেকেই বড্ড বেশি পুরুষতান্ত্রিক। এখানে পুরুষের একনায়কত্ব চলে বললেও অত্যুক্তি হয় না৷ একজন অভিনেতা সফল হলেই নিজেকে ভগবান মনে করতে শুরু করেন। তাই তো এরাঁ যদি অসন্তোষ তৈরি করার মতো কিছু কাজ করেও থাকেন, বাকিরা সেটা এড়িয়ে যান।” স্বরা আরও লিখেছেন, ‘‘কেউ নীতিগত দিক থেকে সঠিক কথা বললে তাঁর কণ্ঠরোধ করা হয়। কেউ গুরুত্বই দেয় না। তাই এখানে সব কিছু সম্ভব।”