সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ঠিক করেছেন, রিয়ার পাশে দাঁড়ালেন স্বরা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় এখন সমগ্র দেশের নজর। ১৪ জুন নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন অভিনেতা। তারপর থেকে ক্রমশ ঘনীভূত হচ্ছে তাঁর মৃত্যুর রহস্য। মুম্বই পুলিশ রহস্যের জট ছাড়াতে পারেনি। বর্তমানে মামলার তদন্তভার গ্রহণ করেছে সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। অভিনেতার মৃত্যুর জন্য তারপর থেকে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। এমনকী সুশান্তের বাবা কে কে সিংও রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এই পরিস্থিতিতে রিয়ার পাশে দাঁড়ালেন স্বরা ভাস্কর।

145360a8b3c84611b83572b00558d38c

 

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় এখন সমগ্র দেশের নজর। ১৪ জুন নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন অভিনেতা। তারপর থেকে ক্রমশ ঘনীভূত হচ্ছে তাঁর মৃত্যুর রহস্য। মুম্বই পুলিশ রহস্যের জট ছাড়াতে পারেনি। বর্তমানে মামলার তদন্তভার গ্রহণ করেছে সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। অভিনেতার মৃত্যুর জন্য তারপর থেকে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। এমনকী সুশান্তের বাবা কে কে সিংও রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এই পরিস্থিতিতে রিয়ার পাশে দাঁড়ালেন স্বরা ভাস্কর।

কিছুদিন আগে বিহারের রাজীবনগর থানার সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অভিনেতার বাবা কে কে সিং। এফআইআর-এ শুধু রিয়ার নাম ছিল না। ছিল আরও ৫ জন ব্যক্তির নাম। তাঁদের বিরুদ্ধে দায়ের হয়েছিল অভিযোগ। রিয়ার বিরুদ্ধে আর্থিক তছরুপ, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছিলেন কে কে সিং। ঘটনার তদন্ত শুরু করেছিল বিহার পুলিশ। কিন্তু এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রিয়া। তাঁর আবেদন ছিল মামলা যেন বিহার থেকে মুম্বইয়ে সরিয়ে আনা হয়। কিন্তু সুপ্রিম কোর্টে সেই মামলা খারিজ হয়ে যায়। এরপর পুলিশের তরফে একটি টিম মুম্বই তদন্ত করতে আসে। তার কিছুদিন পর ওই দলটিকে নেতৃত্ব দিতে বিহার থেকে এক আইপিএস অফিসারকে মুম্বই আনা হয়। কিন্তু সেই অফিসার মুম্বইয়ে পদার্পণ করার পরই তাঁকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ভর্ৎসনা করা হয় মহারাষ্ট্র প্রশাসন এবং মুম্বাই পুলিশকে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় রিয়াকে নিয়ে নিত্য নতুন ট্রোলে বন্যা বয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ক্রিয়ার পাশে দাঁড়ালেন স্বরা ভাস্কর।

সোশ্যাল মিডিয়ায় স্বরা জানিয়েছেন রিয়ার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে সেসব থামানোর জন্য অনুরোধ করেছেন। স্বরা এও জানিয়েছেন মামলা যাই হোক তা যেন আদালতের মধ্যে বিচার হয়। এমনকী মিডিয়ায় রিয়ার বিরুদ্ধে যে সমস্ত খবর ছাপা হচ্ছে, সেক্ষেত্রে যদি আদালত হস্তক্ষেপ করে এমন ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

f2f829a5ea25f9980842201271a3e68c

এদিকে সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিং জানিয়েছেন, 'যখনই মিডিয়া ট্রায়ালে সত্যিটা সামনে এল, তখনই রিয়ার সমস্যা হল। এভাবে চললে তো বাক স্বাধীনতা সংকুচিত হয়ে যাবে।' প্রসঙ্গত ইতিমধ্যেই রিয়াকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ম্যারাথন জেরা করা হয় জেলা করা হয়। রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী ও রিয়ার বাবাকেও ইডি আর্থিক তছরুপের মামলায় জিজ্ঞাসাবাদ করে। এদিকে রিয়ার বিরুদ্ধে বিহারে যে অভিযোগ দায়ের করেছিলেন সুশান্তের বাবা সেই অভিযোগ সরকারের তরফে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা নতুন করে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *