সোনার জন্য ললিতের কাছে যাইনি, নিজের টাকায় হিরে কেনার ক্ষমতা রাখি, মুখ খুললেন সুস্মিতা

সোনার জন্য ললিতের কাছে যাইনি, নিজের টাকায় হিরে কেনার ক্ষমতা রাখি, মুখ খুললেন সুস্মিতা

মুম্বই: প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদীর প্রেমের নেশায় বুঁদ প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। এই খবর সামনে আসতেই তোলপাড় গোটা দেশ৷ শুরু হয় বিস্তর সমালোচনা, বিতর্ক৷  সেই সঙ্গে উঠেছে হাসির রোল৷ এই রসায়নের নেপথ্য কারণ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন অনেকেই। চেহারা থেকে বয়সের বৈষম্য, যুগলকে নিয়ে চুলচেরা বিশ্লেষণে এত ঠাট্টা শুরু হয়েছে যে, রবিবার সকালে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ললিত।  বিকেল গড়াতেই সোচ্চার সুস্মিতাও।

আরও পড়ুন- তা হলে কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন? ললিতে মগ্ন সুস্মিতাকে প্রশ্ন খোদ তসলিমার

অভিনেত্রী জানান, আশেপাশে মানুষের চিন্তার দৈন্য দেখে তিনি রীতিমতো হতাশ। তাঁর স্পষ্ট ব্যাখ্যা, ‘আমি কোনও সোনার লোভে ললিতের কাছে যাইনি। তা ছাড়া আমার তো পছন্দ হিরে। আর সেটা এখনও নিজেই কেনার ক্ষমতা রাখি।’

রাতিমতো ঢাকঢোল পিটিয়েই  সুস্মিতার সঙ্গে নিজের সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন দুর্নীতির অভিযোগে লন্ডনে ফেরার ললিত মোদী৷ ১৪ জুলাই, প্রায় বিস্মৃত হতে বসা ললিতের টুইটে শোরগোল পড়ে যায় দেশে। সেই থেকে শুরু হয়েছে সমালোচনা-বিদ্রুপ। অনেকেই প্রশ্ন তুলেছেন, সুস্মিতার মতো এক জন সুন্দরী, স্বাধীনচেতা, স্বাবলম্বী অভিনেত্রী কী ভাবে এক জন দুর্নীতিগ্রস্ত, ‘অসুন্দর’ মানুষের প্রতি আকৃষ্ট হলেন? সম্পর্কের নেপথ্য কারণ বিশ্লেষণে অনেকেই তাঁকে অর্থলোভী বলে দুষেছেন। এবার ধৈর্যের বাঁধ ভাঙল তাঁর৷ সমালোচকদের স্পষ্ট জবাব দিলেন পর্দার ‘আর্যা’।

অনুরাগীদের উদ্দেশে সুস্মিতার বক্তব্য, ‘তোমাদের সুস্মিতা ভাল আছে। আমাকে নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। আমার কাণ্ডজ্ঞান লোপ পায়নি৷  আমি যা করছি, নিজের বোধবুদ্ধি দিয়েই। তবে আমায় এতটা ভালবাসার জন্য ধন্যবাদ। সকলে ভাল থাকবেন।’ বাংলার মানুষদের কথা ভেবে শেষে লাইনে তাঁর সংযোজন— ‘দুগ্গা দুগ্গা।’