Aajbikel

শুটিং ফ্লোরেই হার্ট অ্যাটাক হয় সুস্মিতার, ক্রনিক সমস্যা রয়েছে তাঁর

 | 
সুস্মিতা

মুম্বই: আচমকা এক খবরে সবাই চমকে গিয়েছে। বলি অভিনেত্রী সুস্মিতা সেনের হার্ট অ্যাটাক হয়েছিল কিছুদিন আগে। অভিনেত্রী নিজে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা জানান। তার আগে কেউই জানতে পারেনি কিছুই। কিন্তু ঠিক কবে এই ঘটনা ঘটেছিল, সুস্মিতা কী করছিলেন তখন? এবার তা সামনে এল। আর এও জানা গিয়েছে, ক্রনিক সমস্যা রয়েছে তাঁর একটি, সেটিও অনেকদিনের। 

আরও পড়ুন- ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার পিছু কত টাকা গুণতে হবে কলকাতায়?

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, ২৭ ফেব্রুয়ারি হার্ট অ্যাটাক হয়েছিল সুস্মিতার, তখন তিনি শুটিং ফ্লোরেই ছিলেন। কাজের ফাঁকে হঠাৎ তিনি জানান, বুকে ব্যথা হচ্ছে, অস্বস্তি লাগছে তাঁর। তখনই একজন চিকিৎসককে দিয়ে স্বাস্থ্যপরীক্ষা করানো হয় অভিনেত্রীর। তাঁর পরামর্শে দ্রুত সুস্মিতাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। সেখানে চেকআপের পর জানান হয় অস্ত্রোপচার আবশ্যক। সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে হার্টে স্টেন্ট বসানো হয়। একদিন পর্যবেক্ষণে ছিলেন সুস্মিতা, তারপর ছাড়া পান। এখন তিনি অনেকটাই ভালো আছেন বলে খবর। আপাতত বাড়িতে বিশ্রামে থাকলেও জলদি তিনি কাজে ফিরবেন বলেও জানা গিয়েছে। 

৪৮ বছর বয়স হলেও যথেষ্ট ফিট থাকেন সুস্মিতা। নিয়মিত শরীর চর্চাও করেন। তাই তাঁর হার্ট অ্যাটাক হওয়ার খবর স্বাভাবিকভাবেই আতঙ্ক সৃষ্টি করেছে। কিন্তু এও জানা গিয়েছে, তাঁর অ্যাডিসন’স ডিজিজ নামের রোগ আছে। ২০১৪ সাল থেকেই গুরুতর শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। এমনকি এক সময় বাঁচার আশাও নাকি অভিনেত্রী ছেড়ে দিয়েছিলেন। প্রসঙ্গত, এই রোগ হল একটি দীর্ঘমেয়াদী হরমোনাল ব্যাধি যাতে অ্যাড্রিনাল গ্রন্থি পর্যাপ্ত স্টেরয়েড হরমোন উৎপাদন করে না। লক্ষণগুলো সাধারণত পেটে ব্যথা, দুর্বলতা এবং ওজন হ্রাস।   

Around The Web

Trending News

You May like