মুম্বই: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে পুলিশি তদন্তে নানান গাফিলতির অভিযোগ রয়েছে প্রথম থেকেই। বিশেষত ফরেন্সিক তদন্তের জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য ও প্রমাণ সংক্রান্ত বিষয়ে গাফিলতি। সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর প্রায় প্রতিটি বিষয় বিশেষভাবে তদারকি শুরু করেছে৷ দিনকয়েক আগেই তদন্তকারী সিবিআই দল জানিয়েছিল, তাদের তদন্ত প্রায় শেষের পর্যায়ে৷ পেশ করা হবে চূড়ান্ত পর্যায়ের তদন্ত রিপোর্ট৷ তবে এক্ষেত্রে এইমসের চিকিৎকদের রিপোর্ট থেকে আসল রহস্য প্রকাশ্যে আসবে বলেও জানিয়েছিলেন তাঁরা৷ এর জন্য আরও একবার অভিনেতার ভিসেরা পরীক্ষা করা হয়৷ তবে রিপোর্ট পেশের আগেই এইমসের ফরেন্সিক দল ইঙ্গিত দিয়েছে, প্রয়াত অভিনেতার দেহ থেকে প্রাপ্ত সমস্ত গুরুত্বপূর্ণ ভিসেরা সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি৷
এইমস সূত্রে খবর, ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের ফরেন্সিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগের হাতে যে ভিসেরা এসেছে তা পরিমানে খুবই কম এবং খুব খারাপ অবস্থায়। এদিকে, সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের সঙ্গে দেখা করে সম্ভবত আজই তাঁদের রিপোর্ট জমা দিতে পারে এইমসের ফরেন্সিক দল। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ অনুসন্ধানের মূল চাবিকাঠি এই ভিসেরা পরীক্ষা হয় নয়াদিল্লির এইমসের ফরেন্সিক বিভাগে। সূত্র অনুসারে,ভিসেরার অবস্থা এতটাই খারাপ যে এর রাসায়নিক এবং বিষক্রিয়ার বিশ্লেষণ সত্যিই কঠিন করে তুলেছে।
ডাঃ সুধীর গুপ্তের নেতৃত্বে এইমস ফরেন্সিক বিশেষজ্ঞদের চূড়ান্ত রিপোর্ট হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি যেখানে সুশান্তের মৃত্যুর ঘটনায় অস্বাভাবিকতার বিষয়টিকে আরও জোরালো করে তুলেছে বলেই উল্লেখ করেছে টাইমস নাও। আর যদি এই দাবি সত্যি বলে প্রমাণিত হয় তবে তা মুম্বই পুলিশের পাশাপাশি মহারাষ্ট্র সরকারের ক্ষেত্রেও বড়সড় ধাক্কা হবে। কারণ অভিনেতার মৃত্যুর পরদিন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে এটা পরিষ্কার একটি আত্মহত্যার ঘটনা। তাই শুরুতে হত্যাকাণ্ডের দৃষ্টিভঙ্গি থেকে কোনও তদন্তও করা হয়নি।
যদিও মুম্বাই পুলিশের একজন শীর্ষ আধিকারিকের দাবি, সুশান্তের মৃত্যুর ঘটনার সঙ্গে সম্পর্কিত সমস্ত ফরেন্সিক নমুনা, ডকুমেন্টারি প্রমাণ এবং অন্যান্য জিনিসপত্র সংরক্ষণের জন্য সম্ভাব্য সবরকম প্রচেষ্টা করা হয়েছিল। তিনি আরও জানিয়েছেন, বেশ কয়েকটি সংবেদনশীল এবং উচ্চ পর্যায়ের ঘটনায় তদন্তে প্রমাণিত যে তদন্তের মানের দিক থেকে মুম্বই পুলিশ সম্পূর্ণ পেশাদার। এদিকে ঘটনার ধারাবাহিকতার যথাযথ মূল্যায়ন এবং ফরেন্সিক সংক্রান্ত নথিপত্র যাচাই-বাছাই করার জন্য এইমস বিশেষজ্ঞদের দিল্লি থেকে মুম্বাইতে নিয়ে আসা হয়েছিল। আগামী সপ্তাহের প্রথম দিকেই, এইমস-এর ফরেনসিক বিশেষজ্ঞ ও সিবিআই কর্মকর্তারা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ নিয়ে চূড়ান্ত আলোচনায় বসবেন।