‘সত্যিটা জানতে সাহায্য করুন’, সুশান্তের মৃত্যু তদন্তে CBI হস্তক্ষেপ চেয়ে আবেদন দিদির

মুম্বই: ক্রমশই ঘনিয়ে উঠছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার জট। একের পর এক নতুন তথ্য যেমন সামনে আসছে, তেমনই এই মামলার তদন্ত নিয়েও জলঘোলা হচ্ছে। মুম্বই পুলিশ, বিহার পুলিশ, সিবিআই, ইডি সবাই মামলার শেষ দেখতে চাইছে। এবার মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন করলেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। ইনস্টাগ্রামে এ নিয়ে একটি ভিডিও-ও শেয়ার করেছেন তিনি।

মুম্বই: ক্রমশই ঘনিয়ে উঠছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার জট। একের পর এক নতুন তথ্য যেমন সামনে আসছে, তেমনই এই মামলার তদন্ত নিয়েও জলঘোলা হচ্ছে। মুম্বই পুলিশ, বিহার পুলিশ, সিবিআই, ইডি সবাই মামলার শেষ দেখতে চাইছে। এবার মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন করলেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। ইনস্টাগ্রামে এ নিয়ে একটি ভিডিও-ও শেয়ার করেছেন তিনি।

ইনস্টাগ্রামের ওই ভিডিওয় শ্বেতা জানিয়েছেন, সত্যিটা কী, তা জানার অধিকার তাঁর রয়েছে। সুশান্ত যেন সঠিক বিচার পান। সেই অধিকারও তাঁর রয়েছে। সুশান্ত যদি ন্যায় বিচার না পান তবে তাঁরা কোনওদিন শান্তি পাবে না। এমনও জানান শ্বেতা। ভিডিওর সঙ্গে তিনি লিখেছেন গোটা দেশ যেন সিবিআই তদন্তের জন্য আবেদন করেন। শ্বেতার এই বক্তব্যকে সমর্থন করেছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডেও। তিনিও বলেছেন, সত্যের সন্ধান অবশ্যই পাওয়া যাবে। তাঁরা বিচারও পাবেন। 

সুশান্তের বাবার দায়ের করা মামলায় সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। কিছুদিন আগে পাটনার রাজীবনগর থানায় তিনি এফআইআর দায়ের করেন। অভিযোগে জানানো হয় সুশান্তের অ্যাকাউন্ট থেকে কয়েক মাসে কয়েক কোটি টাকার অর্থ নয়ছয় হয়েছে। আর এর পেছনে প্রধান কারণ রিয়া। এই অভিযোগের পর স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে ইডি। বৃহস্পতিবার মুম্বইয়ের সদর দপ্তরের রিয়ার অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার আগে সোমবার ইডির আধিকারিকরা সুশান্ত সিং রাজপুতের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সন্দীপের সঙ্গে কথাবার্তা বলেন ইডির আধিকারিকরা। এছাড়া রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে করা ১৫ কোটি টাকার আর্থিক সন্দেহজনক লেনদেনের জন্য শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

এদিকে সুশান্তের মৃত্যু তদন্তে সিবিআইয়ের হাতে যাওয়ার পর তারা রিয়ার বিরুদ্ধে মামলা করে বলে খবর। ইতিমধ্যেই সুশান্তের অস্বাভাবিক মৃত্যুতে নতুন করে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। অভিযোগপত্রে রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র, চুরি, প্রতারণা, ভয় দেখানো ইত্যাদি অভিযোগ দায়ের হয়েছে। রিয়া ছাড়াও তাঁর ভাই সৌভিক চক্রবর্তী, শ্রুতি মোদি, শ্যামল মিরান্দা এবং ইন্দ্রজিৎ চক্রবর্তীর নামে দায়ের হয়েছে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 15 =