Aajbikel

খুনই করা হয়েছিল সুশান্তকে, বিস্ফোরক দাবি আমির খানের ভাইয়ের

 | 
সুশান্ত

মুম্বই: ২০২০ সালের ১৪ জুন, মুম্বইয়ে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ৷ তাঁর মৃত্যুর পর উঠে আসে একের পর চাঞ্চল্যকর তথ্য৷ মাদক মামলায় গ্রেফতার হন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী৷ নাম জড়ায় আরও অনেকের৷ রিয়ার বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগও আনে সুশান্তের পরিবার৷ তবে দু’বছর কেটে গেলেও এখনও অভিনেতার সুশান্তের মৃত্যু রহস্যের জট কাটেনি। এরই মাঝে সুশাস্তকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আমির খানের ভাই ফয়সল খান৷ তিবি বলেন, খুনই করা হয়েছে ‘ধোনি’ অভিনেতাকে।

আরও পড়ুন- এ কী! প্যান্ট ছাড়াই রাস্তায় বেরলে মালাইকা, নেটিজেনরা বলছে, ‘ভুল গেছেন নাকি?’

ফয়সল খান সরাসরিই বলেন, খুন করা হয়েছে সুশান্ত সিং রাজপুতকে। Times Now Navbharat-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জানি ওকে খুনই করা হয়েছে। সময়ই বলবে এই মামলার খোলাসা হবে কি হবে না। এই মামলায় একাধিক এজেন্সি জড়িত আছে। তদন্ত চলছে। তবে অনেক সময়ই সত্যিটা সামনে আসে না। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যেন সত্যিটা সামনে আসে, যাতে সবাই সেটা জানতে পারে।’

একাধিকবার শিরোনাম কেড়েছেন ফয়সল খান। তিনি একবার জানিয়েছিলেন কীভাবে আমির সহ তাঁর পরিবারের সদস্যরা অত্যাচার চালিয়েছিলেন তাঁর উপরে। ফয়সলের দাবি ছিল, আমির তাঁকে ঘরবন্দি করে রেখে ঘোষণা করেছিলেন তিনি মানসিকভাবে অসুস্থ। ‘মদহোশ’ অভিনেতা আরও জানিয়েছিলেন, কোনও কাগজে সই করার অধিকারটুকুও কেড়ে নিয়েছিলেন আমির। কেড়ে নেওয়া হয়েছিল তাঁর ফোন। এমনকী উলটোপালটা ওষুধও খাওয়ানো হত তাঁকে। ২০০০ সালে ‘মেলা’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল আমির ও ফয়সলকে। 


 

 

Around The Web

Trending News

You May like