মরণোত্তর জাতীয় পুরস্কার পাবেন সুশান্ত সিং রাজপুত? তুঙ্গে জল্পনা

মুম্বই: ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশীদিন যাত্রা করতে পারেননি অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর কয়েকটা সিনেমা রিলিজ করার পরই আত্মহত্যা করেন তিনি। কেন সুশান্ত আত্মহত্যা করেছিলেন তা জানতে শুরু হয়েছে তদন্ত। এই টানাপোড়েনের মধ্যেই আবার শোনা গেল অভিনেতাকে নাকি মরণোত্তর জাতীয় পুরস্কার দেওয়া হবে।

1642d87850109e7382174cb6cf647ba1

মুম্বই: ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশীদিন যাত্রা করতে পারেননি অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর কয়েকটা সিনেমা রিলিজ করার পরই আত্মহত্যা করেন তিনি। কেন সুশান্ত আত্মহত্যা করেছিলেন তা জানতে শুরু হয়েছে তদন্ত। এই টানাপোড়েনের মধ্যেই আবার শোনা গেল অভিনেতাকে নাকি মরণোত্তর জাতীয় পুরস্কার দেওয়া হবে।

অভিনেতার আত্মহত্যা মামলা প্রতিদিন নতুন নতুন মোড় নিচ্ছে। আর এরই মধ্যে শোনা যাচ্ছে তাঁকে মরণোত্তর জাতীয় পুরস্কারে সম্মানিত করা হবে। তাঁর কেরিয়ারে মাত্র কয়েকটি ছবিই রয়েছে। কিন্তু বেশিরভাগ ছবিতে অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন সুশান্ত। তাঁর প্রথম ছবি 'কাই পো চে'-তে তিনি প্রশংসা কুড়িয়েছিলেন। তারপর 'পিকে', 'সোনচিড়িয়া', 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি', 'ছিছোড়ে'র মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে গিয়েছেন সুশান্ত। অনেক সমালোচক এবং দর্শক মনে করেন যে সুশান্তের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে জায়গা পাওয়ার কথা ছিল তা তিনি পাননি। অনেক অপমানিত এবং হেয় করা হয়েছে তাঁকে। প্রতিভা থাকা সত্বেও ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ রাজনীতির কাছে পিছিয়ে পড়েছিলেন অভিনেতা। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এ বছরের কোন একদিন সুশান্তকে জাতীয় পুরস্কারে ভূষিত করা হতে পারে। তবে এজন্য আলাদা করে কোনও আয়োজন করা হবে কিনা বা কোন দিন তাঁকে জাতীয় পুরস্কার দেওয়া হবে তা এখনও জানা যায়নি। এউ শোনা যাচ্ছে সুশান্ত সিং রাজপুতের অভিনীত ছবিগুলো নিয়ে নাকি একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হতে পারে।

আরও পড়ুন: বিকিনিতে একাধিকবার নেটদুনিয়ায় উত্তাপ ছড়িয়েছেন ঊর্বশী, দেখুন ছবি

প্রায় দুই মাসেরও বেশি হয়ে গিয়েছে আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর পরিবার এবং অনুরাগীরা সত্যি ঘটনা জানতে সিবিআই তদন্তের দাবি তুলেছে। কঙ্গনা রানাউত ও শেখর সুমনের মত অনেক সেলিব্রিটিরাও এই দাবিকে সমর্থন জানিয়েছেন। ইতিমধ্যেই সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে রাজীবনগর থানায় দায়ের করেছেন এফআইআর। রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ও আর্থিক তছরুপ সহ অনেক অভিযোগ উঠেছে। এই আর্থিক তছরুপ মামলার তদন্ত শুরু করেছে এনফর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যে রিয়া চক্রবর্তীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে জানতে ও আর্থিক তছরূপ সংক্রান্ত মামলা জিজ্ঞাসাবাদ করতে ইতিমধ্যেই রিয়াকে ডেকেছিল ইডি। তাঁর ভাই সৌভিক, বাবা এবং বিজনেস ম্যানেজার শ্রুতি মোদিকেও জিজ্ঞাসাবাদ করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *