ইন্ডাস্ট্রির হাতে ‘খুন’ হয়েছেন সুশান্ত, নেপোটিজমে বিদ্ধ বলিউড

ইন্ডাস্ট্রির হাতে ‘খুন’ হয়েছেন সুশান্ত, নেপোটিজমে বিদ্ধ বলিউড

6147912b767bfee73f11790d49de6fb2

মুম্বই: যত সময় যাচ্ছে সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু নিয়ে বিতর্ক এবং জলঘোলা বাড়ছে। সুশান্ত মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন এ নিয়ে সন্দেহ না থাকলেও, প্রশ্ন উঠেছে এই অবসাদের কারণ নিয়ে। ইতিমধ্যেই কঙ্গনা রানাওয়াত, শেখর কাপুররা দাবি করেছেন, ভাল কাজ করার পরেও প্রাপ্য সম্মান দেওয়া হয়নি সুশান্তকে। তিনি নিজেই বার বার দর্শকদের অনুরোধ করেছেন তাঁর ছবি দেখতে। বলেছেন, ইন্ডাস্ট্রিতে তাঁর কোনও ‘গডফাদার’ নেই, এরপর ছবি ফ্লপ করলে তাঁকে ইন্ডাস্ট্রি থেকে ছুড়ে ফেলে দেওয়া হবে। দুঃখ করে এমনও বলেছেন, ‘আমায় কেন এই ইন্ডাস্ট্রি আপন করে নেয় না। এখানে নিজেকে উচ্ছিষ্ট বলে মনে হয়।’ এসব থেকেই ফের নেপোটিজম প্রসঙ্গ মাথাচাড়া দিয়েছে।

প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম টুইট করে বলেছেন, ‘ছিছোরে’-র অসাধারণ সাফল্যের পরেও শেষ ছ’ মাসে সাতটি ছবির কাজ হারিয়েছিলেন সুশান্ত। এর জন্য বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সঞ্জয়। পরিচালক শেখর কাপুর গতকালই বলেছিলেন, ‘যারা সুশান্তকে খারাপ ভাবে নিরাশ করেছে, তাদের আমি চিনি।’ এর পরপরই বিস্ফোরক ভঙ্গিমায় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ফের ইন্ডাস্ট্রির পক্ষপাত নিয়ে আওয়াজ তোলেন। ছিছোরে-র মতো ছবি কোনও পুরস্কার পেল না অথচ গাল্লি বয়-এর মতো ফালতু ছবি সব অ্যাওয়ার্ড জিতে নেয় কী করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। প্রসঙ্গত, নেপোটিজম নিয়ে সবথেকে বেশি মুখ খুলেছেন কঙ্গনা। করণ জোহরের নিজের শো-তেই তাঁকে নেপোটিজমের পতাকা বাহক বলে অভিযোগ করেছিলেন অভিনেত্রী।

সবমিলিয়ে পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে, সুশান্তের মৃত্যুকে বহু মানুষ আত্মহত্যা নয়, ‘খুন’ বলে দাবি করতে শুরু করেছেন। প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সুশান্তকে খুন করেছে বলিউড ইন্ডাস্ট্রি, এটাই বলতে চাইছেন নেটিজেনরা। বিতর্কে জড়িয়েছে এমনকী শাহরুখ খানের নামও। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মজাচ্ছলে সুশান্তকে বিদ্রুপ করছেন শাহরুখ এমন ভিডিও-ও ফের পোস্ট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *