সারাকে প্রোপোজ করার পরিকল্পনা করেছিলেন সুশান্ত, ফাঁস করলেন অভিনেতার দেহরক্ষী

মুম্বই: সারা আলি খান এবং সুশান্ত সিং রাজপুতের প্রেম যে ক্রমশ জমে উঠেছিল, ফের তার প্রমাণ মিলল। এবার কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন সুশান্তের ফার্ম হাউসের রক্ষী রইস। তিনি জানান গত বছর জানুয়ারি মাসে নাকি তাঁকে প্রপোজ করতে সুশান্ত। কিন্তু প্রপোজালের আগেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
 

মুম্বই: সারা আলি খান এবং সুশান্ত সিং রাজপুতের প্রেম যে ক্রমশ জমে উঠেছিল, ফের তার প্রমাণ মিলল। এবার কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন সুশান্তের ফার্ম হাউসের রক্ষী রইস। তিনি জানান গত বছর জানুয়ারি মাসে নাকি তাঁকে প্রপোজ করতে সুশান্ত। কিন্তু প্রপোজালের আগেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

সারার সঙ্গে যে সুশান্ত থাইল্যান্ডের গিয়েছিলেন সেই কথা প্রকাশ্যে এসেছে বহুদিন। সুশান্তের ওই টিমের মধ্যে একজন ছিলেন সাবির নামে এক ব্যক্তি। তিনি জানিয়েছেন সারার কথাতেই চার্টার্ড ফ্লাইট ভাড়া করে থাইল্যান্ডে গিয়েছিলেন তাঁরা। হোটেলে নাকি দুদিন সারা ও সুশান্ত ঘর থেকেই বের হননি। এবার সুশান্তের নিরাপত্তারক্ষী জানিয়েছেন ২০১৮ সালের সেপ্টেম্বরে সুশান্তের ফার্ম হাউজে ছিলেন সারা আলি খান। ২০১৮ সালের শেষের দিকে সেই ফার্ম হাউসে যাতায়াতও করতেন। তবে যখনই আসতেন তিনি. তখনই তিন-চার দিন কাটিয়ে তবেই ফিরতেন। এমনকি থাইল্যান্ড থেকে ফিরে সরাসরি সেই ফার্ম হাউসে পৌঁছেছিলেন সারা এবং সুশান্ত। ওই দিন তাঁদের সঙ্গে ছিলেন আরও এক ব্যক্তি। তিনি কে তা এখনও পর্যন্ত স্পষ্ট জানা না গেলেও মনে করা হচ্ছে তিনি ছিলেন স্যামুয়েল মিরান্ডা। কারণ তিনি এয়ারপোর্ট থেকে সারাকে নিয়ে ফিরেছিলেন।

আরও পড়ুন: সৌরভের বায়োপিক তৈরি করতে চেয়েছিলেন সুশান্ত, হল না স্বপ্নপূরণ

রইস এও জানিয়েছেন সারা আলি খানের ব্যবহার ছিল খুব ভাল। রইসকে তিনি রইস ভাই বলে সম্বোধন করতেন। ২০১৯ সালের জানুয়ারিতে সুশান্তের জন্মদিন উপলক্ষে তাদের দমন যাওয়ার কথা ছিল। ২১ জানুয়ারি ছিল সুশান্তের জন্মদিন। সেই উপলক্ষে তাঁরা ঘুরতে যাবে ঠিক হয়েছিল। কিন্তু দমনে হোটেল পাওয়া যায়নিয তারপর ঠিক হল একসঙ্গে সবাই মিলে যাওয়া হবে কেরল। কিন্তু সেই প্লানও ভেস্তে যায়। সুশান্ত ঠিক করেছিলেন ১৯ জানুয়ারি তিনি সারা আলি খানকে প্রপোজ করবেন। এর জন্য নাকি দামি উপহার অর্ডার করেছিলেন সুশান্ত। কিন্তু সেই দিন আর আসেনি। সুশান্তের জন্মদিন চলে যায়। আর তার পরে ফেব্রুয়ারি মাস থেকে ফার্ম হাউসে আসা বন্ধ করে দেন সারা। ফেব্রুয়ারির শেষে জানা যায় তাঁদের মধ্যে নাকি ব্রেকআপ হয়ে গিয়েছে। তবে সেই ব্রেকআপের কারণ সম্পর্কে রইস কিছু বলতে পারেননি তিনি। তবে তিনি এও বলেন এ বছর মার্চ মাসে নাকি রিয়ার সঙ্গে ফার্ম হাউসে থাকার কথা ছিল সুশান্তের। কিন্তু লকডাউন হয়ে যাওয়ায় তা আর হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 6 =