সুশান্ত মৃত্যু মামলা গ্রহণ করবে সিবিআই? আজও অধরা সুপ্রিম রায়

সুশান্ত মৃত্যু মামলা গ্রহণ করবে সিবিআই? আজও অধরা সুপ্রিম রায়

মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তভার গ্রহণ করবে সিবিআই? আজও হল না সুপ্রিম কোর্টে ফয়সালা৷ বাদী-বিবাদী উভয় পক্ষের লিখিত মতামত জানতে চেয়ে রায়দান আপাতত স্থগিত রাখল দেশের শীর্ষ আদালত৷

আজ মামলার শুনানিতে সুশান্ত সিং রাজপুতের বাবার আইনজীবী ও কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেন৷ দীর্ঘদিন প্রায় দু'মাস ধরে মুম্বই পুলিশ ঠিকঠাক তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায়নি, আদালতে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে বিহার পুলিশ৷ পাল্টা মুম্বই পুলিশের তরফেও বেশ কিছু যুক্তি তুলে ধরার চেষ্টা করা হয়৷ মুম্বই পুলিশের তদন্তের উপর আস্থা রাখার বিষয়েও আজ সওয়াল করেন রিয়ার আইনজীবী৷ সব দিক খতিয়ে দেখে আগামীকালের মধ্যে সব পক্ষকে লিখিত মতামত তলব করেছে আদালত৷

সিবিআইয়ের হাতে সুশান্ত মৃত্যুকাণ্ডের তদন্তভার হস্তান্তর আদৌ হবে? রায়দান স্থগিত রাখল শীর্ষ আদালত৷ রাজনৈতিক কারণে নিশানা করা হচ্ছে রিয়াকে৷ মামলার সাক্ষীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে৷ সুপ্রিম কোর্টে সওয়াল রিয়ার আইনজীবীর৷ আবেদনের সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে, এটা কি সত্যি? প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতির৷ ২৫ জুন সুশান্তের ময়নাতদন্তের শেষ রিপোর্ট হয়েছে৷ তারপর মুম্বই পুলিশ কেন দুর্ঘটনার তত্ত্ব ভর করে তদন্ত করছে? সুপ্রিম কোর্টের প্রশ্ন বিহার পুলিশের আইনজীবীর৷ আগামীকাল সমস্ত পক্ষকে লিখিত জবাব তলব করেছে আদালত৷ সমস্ত রিপোর্ট দেখার পর পরবর্তী রায় দিতে পারে সুপ্রিম কোর্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 13 =