সুশান্তের মৃত্যুর দিন বাড়িতে ছিল ড্রাগ ব্যবসায়ী! দুবাইয়ের সঙ্গে যোগাযোগের সন্দেহ তদন্তকারীদের

মুম্বই: সুশান্ত সিং রাজপুত মামলায় একের পর এক নতুন তথ্য সামনে আসছে। সম্প্রতি সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছেন আধিকারিকরা। সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটেও গিয়েছিল সিবিআইয়ের একটি টিম। তবে এবার সামনে এল নতুন তথ্য। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী লিখেছেন, অভিনেতার সঙ্গে এক ড্রাগ ব্যবসায়ী দেখা করেছিলেন। বিজেপি নেত্রী দাবি ঘিরে জমে উঠেছে আরও নতুন রহস্য।

মুম্বই: সুশান্ত সিং রাজপুত মামলায় একের পর এক নতুন তথ্য সামনে আসছে। সম্প্রতি সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছেন আধিকারিকরা। সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটেও গিয়েছিল সিবিআইয়ের একটি টিম। তবে এবার সামনে এল নতুন তথ্য। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী লিখেছেন, অভিনেতার সঙ্গে এক ড্রাগ ব্যবসায়ী দেখা করেছিলেন। বিজেপি নেত্রী দাবি ঘিরে জমে উঠেছে আরও নতুন রহস্য।

সুব্রহ্মণ্যম স্বামী টুইটারে এ কথা লিখেছেন। তিনি লিখেছেন, সুশান্ত সিং রাজপুতকে যেদিন 'খুন' করা হয়, সেদিন আয়ুশ খান নামের এক ব্যবসায়ী অভিনেতার সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু কেন? প্রশ্ন তুলেছেন তিনি। কথা প্রসঙ্গে তিনি তুলে আনেন সুনন্দা পুস্করের মৃত্যুর ঘটনা। বলেন, সুনন্দা পুস্করের মৃত্যুর পর সত্যি ঘটনা উল্লেখ করা হয়নি ময়নাতদন্তে। এমনকী তাঁর পাকস্থলীতে কিছু পাওয়া গিয়েছিল যা এইমসের তরফে প্রকাশ করা হয়নি। সুব্রহ্মণ্যম স্বামী রিয়া চক্রবর্তী সঙ্গে মহেশ ভাটের সম্পর্কের কথাও তুলে এনেছেন। তিনি জানিয়েছেন যদি রিয়া চক্রবর্তী মহেশ ভাটের সঙ্গে হওয়া সমস্ত কথা প্রকাশ করেন, তাহলে সিবিআইয়ের তাঁকে গ্রেপ্তার করা উচিত। পুলিশি হেফাজতে রেখে অভিনেত্রীকে জেরা করা হোক বলেও দাবি তুলেছেন সুব্রহ্মণ্যম স্বামী।

সুশান্ত রিয়ার সম্পর্ক ভাঙার পেছনে মহেশ ভাটের হস্তক্ষেপ ছিল বলে অনেকদিন ধরেই গুঞ্জন চলছে। সম্প্রতি রিয়া ও মহেশের একটি হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে আসার পর তা আরও বেড়েছে। ওই চ্যাটে রিয়া মহেশ ভাটকে লিখেছিলেন, “ভারী মন ও মুক্তির কথা ভেবে আয়েশা মুভ অন করেছে। আমাদের শেষ ফোন কল ছিলো ওয়েক আপ কল। আপনি আমার ভগবান ছিলেন এবং থাকবেন।” এর উত্তরে মহেশ ভাট লিখেছেন, “পিছনে তাকিও না। তোমার বাবাকে আমার ভালোবাসা দিও। উনি খুশি হবেন।” উত্তরে রিয়া লিখেছেন “সেদিন আপনি আমার বাবার সম্পর্কে ফোনে যা বলেছিলেন তা ওর প্রতি শক্ত হতে আমাকে সাহায্য করেছিল।” এরপর মহেশ ভাট লিখেছেন, “ইউ আর মাই চাইল্ড।” এরপর রিয়া লিখেছেন সবচেয়ে বেশি অনুভূতি আমার আছে আপনার জন্য। ভাগ্যকে ধন্যবাদ যে সে আমাকে আপনার সঙ্গে দেখা করিয়েছে। আপনি আমাকে যা যা বলেছেন তা আমার কানের মধ্যে এখনো প্রতিধ্বনিত হচ্ছে।” মবেশ ভাটের সঙ্গে রিয়ার এই কথোপকথন থেকে পরিষ্কার রিয়ার জীবনে মহেশ ভাটের কতটা প্রভাব ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 19 =