‘খুনের সম্ভাবনা প্রবল’, সুশান্তের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ পারিবারিক আইনজীবীর

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর ২ মাস পেরিয়ে গিয়েছে। কিন্তু রহস্য এখনও কাটেনি। কেন আত্মহত্যা করেছিলেন সুশান্ত, তা এখনও স্পষ্ট নয়। এই টানাপোড়েনের মধ্যে সুশান্তের পারিবারের আইনজীবী বিকাশ সিং অভিযোগ তুলেছেন, সুশান্ত আত্মহত্যা করেননি। খুন হওয়ার সম্ভাবনাই রয়েছে তাঁর। সোমবার এমন অভিযোগ আনেন তিনি। গোটা ঘটনায় তিনি সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানির দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন।

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর ২ মাস পেরিয়ে গিয়েছে। কিন্তু রহস্য এখনও কাটেনি। কেন আত্মহত্যা করেছিলেন সুশান্ত, তা এখনও স্পষ্ট নয়। এই টানাপোড়েনের মধ্যে সুশান্তের পারিবারের আইনজীবী বিকাশ সিং অভিযোগ তুলেছেন, সুশান্ত আত্মহত্যা করেননি। খুন হওয়ার সম্ভাবনাই রয়েছে তাঁর। সোমবার এমন অভিযোগ আনেন তিনি। গোটা ঘটনায় তিনি সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানির দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন।

তবে এই অভিযোগের পিছনে কারণও দর্শিয়েছেন বিকাশ সিং। তাঁর দাবি, ১৪ জুন সুশান্তের মৃত্যর পর থেকে সুশান্তের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন সিদ্ধার্থ পিঠানি। তিনিই নাকি সুশান্তকে বুঝিয়েছিলেন যে অভিনেতা আত্মহত্যা করেন। সিদ্ধার্থ সুশান্তের বন্ধু ছিলেন। তাই সুশান্তের পরিবারও তাঁর কথা বিশ্বাস করতে শুরু করে। কিন্তু এরপরই মামলা অন্য দিকে মোড় নেয়। বিহারের রাজীবনগর থানায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া সহ একাধিক অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং। আর ঠিক তার পর থেকেই নাকি রিয়াকে সাহায্য করা শুরু করেন সিদ্ধার্থ। তখনই সন্দেহ দানা বাঁধে। সুশান্তের পরিবারের মনে হয় আত্মহত্যা করেননি সুশান্ত। ঘটনাটি সম্ভব খুন।

এছাড়া সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট নিয়েও সন্দেহ প্রকাশ করেন আইনজীবী বিকাশ সিং। তাঁর মতে, সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট অনেকদিন পর্যন্ত কাউকে দেখানো হয়নি। সাধারণত ফাঁস লাগালে শরীরের ওপর যে চাপ পড়ে, তার ফলে চোখ বের হয়ে আসে কিন্তু রিপোর্টে তেমন কিছু ছিল না। এছাড়া অভিনেতার ময়নাতদন্ত এমন একটি হাসপাতালে করা হয়েছে যার বদনাম রয়েছে। এই হাসপাতালের বিরুদ্ধে এমনও অভিযোগ আগে উঠেছে যে অর্থের বিনিময়ে এখান থেকে নাকি সার্টিফিকেট ইস্যু করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + three =