পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল ছিল না সুশান্তের! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় রোজই নতুন নতুন তথ্য সামনে আসছে। উঠেছে অভিনেত্রী রিয়া চক্রবর্তী বিরুদ্ধে একাধিক অভিযোগ। কিন্তু এখন আবার জানা গেল তাঁদের পরিবারের মধ্যে সম্পর্ক ভাল ছিল না। এই মন্তব্য প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীরও।
 

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় রোজই নতুন নতুন তথ্য সামনে আসছে। উঠেছে অভিনেত্রী রিয়া চক্রবর্তী বিরুদ্ধে একাধিক অভিযোগ। কিন্তু এখন আবার জানা গেল তাঁদের পরিবারের মধ্যে সম্পর্ক ভাল ছিল না। এই মন্তব্য প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীরও।

শ্রুতির আইনজীবী অশোক সারাওগি সম্প্রতি জানিয়েছেন যে বলা হচ্ছে রিয়া সুশান্তের জীবনে আসার পর থেকেই নাকি তিনি মাদক নিতে শুরু করেন। কিন্তু তিনি দেখেছেন সুশান্ত তার আগেও মাদক নিতেন। সুশান্তের প্রাক্তন দেহরক্ষী সোহেল সাগর এবং তাঁর চালক অভিনেতাকে মাদক এনে দিতেন বলে জানিয়েছেন আইনজীবী। সুশান্তের বাড়িতেই সোহেল ও তাঁর দুই বন্ধু আয়ুষ এবং আনন্দী সুশান্তকে নিয়ে একসঙ্গে ড্রাগ নিতেন। মাঝে মাঝে সেই পার্টিতে নাকি সুশান্তের দিদিরাও উপস্থিত থাকতেন বলে জানিয়েছেন তিনি। পার্টিতে মাদক সেবন হত। তাহলে কি তাঁর দিদিরা কিছুই জানতেন না? প্রশ্ন তুলেছেন অশোক সারাওগি। এছাড়া তিনি এও জানান যে সুশান্তের এক দিদি নাকি অ্যালকোহল অ্যাডিক্টেড ছিলেন।

আরও পড়ুন: সুশান্তের পরিবারের বিরুদ্ধে মিথ্যে বয়ান দেওয়ার অভিযোগ, মামলা দায়ের করবেন রিয়া

অশোক বলেছেন মাদক সম্পর্কে আলোচনা করার জন্য নাকি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ নাকি ছিল। সেই গ্রুপের সদস্য ছিলেন সুশান্ত ও রিয়া। সুশান্তের সঙ্গে যে তাঁর পরিবারের সম্পর্ক ভাল ছিল না সেই প্রসঙ্গে শ্রুতির আইনজীবী জানিয়েছেন গত বছর নভেম্বর মাসে সুশান্তের তিন দিদির সঙ্গে অভিনেতার বিস্তর কথা কাটাকাটি হয়। এরপর তাঁর দিদিরা বাড়ি ছেড়ে চলে যান। তখনই অসুস্থ হয়ে পড়েন সুশান্ত। তাঁকে হিন্দুজা হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয়েছিল। অশোক আরও বলেন যে সেই সময় সুশান্ত তাঁর বাবার সঙ্গে পর্যন্ত ফোনে কথা বলেননি। তিনি বলেছিলেন যে দিদিদের সঙ্গে কথা বলে যখন সমস্যার সুরাহা হল না তাহলে বাবার সঙ্গে কথা বলে আর কী হবে? প্রসঙ্গত কয়েকদিন আগে সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি একটি ভিডিও পোস্ট করে জানান সুশান্তের সঙ্গে তাঁর পরিবারের সম্পর্ক বেশ ভাল ছিল। যদিও একথা মানতে একেবারেই নারাজ রিয়া চক্রবর্তী। এবার একই কথা বললেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =