মুম্বই: শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতের বিরুদ্ধে অভিযোগ জানালেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ভাই এবং বিজেপি বিধায়ক কুমার বাবলু। শিবসেনা নেতাকে আইনি নোটিস পাঠিয়েছেন তিনি। কিছুদিন আগে সঞ্জয় রাউত মন্তব্য করেছিলেন বাবার দ্বিতীয় বিয়ে মানতে পারেনি সুশান্ত। এই আলটপকা ও ভিত্তিহীন মন্তব্যের বিরুদ্ধেই নোটিস পাঠিয়েছেন বিহারের বিধায়ক।
নোটিস তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শিবসেনা নেতাকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। নাহলে পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। বিধায়কের আইনজীবী বীরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন রাউতকে ইমেল মারফত নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট করে ক্ষমা চাওয়ার কথা লেখা রয়েছে। তিনি বলেছেন, রাউত মিডিয়াকে সুশান্তের বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বলেছেন। এটা ইঙ্গিত করে যে অভিনেতার সঙ্গে তাঁর বাবার সম্পর্ক ভাল ছিল না। যা একেবারে ভিত্তিহীন। ভুল মানুষমাত্ই হয়। কিন্তু দেরি না করে নিঃশর্তে ক্ষমা চাওয়া উচিত।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত নিয়ে প্রথম থেকেই প্রশ্নের মুখে পড়ছে মুম্বই পুলিশ। এই মামলায় যখন সিবিআই তদন্তের দাবি উঠছিল, তখনও সুপ্রিম কোর্টে চার বিরোধিতা করে উদ্ধব ঠাকরে সরকার। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়ে মহারাষ্ট্র সরকার। এই টানাপোড়েনের মধ্যেই রবিবার সুশান্তের পরিবারকে কিছু বিতর্কিত মন্তব্য করেন শিবসেনার নেতা সঞ্জয় রাউত।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় রাউত জানান, সুশান্তের বাবার দ্বিতীয় বিয়ে করেছিলেন। তা মেনে নিতে পারেনি সুশান্ত। আর সেই কারণেই বাবার সঙ্গে সম্পর্ক মোটেই ভাল ছিল না অভিনেতার। কথা প্রসঙ্গেই তিনি প্রশ্ন তোলেন কতবার পটনায় গিয়ে সুশান্ত তাঁর বাবার সঙ্গে দেখা করেছেন? এখানেই শেষ নয়। সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডেকেও আক্রমণ করেন তিনি। তাঁর মতে সুশান্তের সঙ্গে অঙ্কিতার বছর ছয়েক সম্পর্ক ছিল। কিন্তু তারপর কেন অঙ্কিতার সঙ্গে ব্রেক-আপ করেছিলেন সুশান্ত, তাও তদন্ত হওয়া উচিত বলে জানান তিনি।