বাংলার ৩ কলেজে ৪ পর্নস্টারের ভর্তির আবেদন! তালিকায় ‘মেধাবী’ সানি, মিঞা

আশুতোষ কলেজের পর এবার বারাসাত গভর্নমেন্ট কলেজ। এখানেও মেধা তালিকায় নাম উঠেছে সানি লিওনের। কলেজের ইংলিশ অনার্সের প্রভিশনাল মেরিট লিস্টে রয়েছে সানির নাম। সোশ্যাল মিডিয়ায় সেই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত চেয়ে বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ।

 

কলকাতা: আশুতোষ কলেজের পর এবার বারাসাত গভর্নমেন্ট কলেজ। এখানেও মেধা তালিকায় নাম উঠেছে সানি লিওনের। কলেজের ইংলিশ অনার্সের প্রভিশনাল মেরিট লিস্টে রয়েছে সানির নাম। সোশ্যাল মিডিয়ায় সেই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত চেয়ে বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ।

আশুতোষ কলেজের মেধা তালিকায় সানি লিওনের নাম ওঠার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছিল। তার উপর আবার বজবজ কলেজে একই ঘটনা ঘটায় রীতিমতো ক্ষোভ ছড়াচ্ছে নেটদুনিয়ায়। বারাসাত সরকারি কলেজের ইংলিশ অনার্সের প্রভিশনাল মেরিট লিস্টে তাঁর নাম উঠেছে। ঘটনার বিরুদ্ধে তৃণমূল পরিচালিত কলেজের ছাত্র সংসদ ক্ষোভে ফেটে পড়ে। তাদের দাবি, কলেজকে কালিমালিপ্ত করতেই সানি লিওন সহ আরও তিনজনের মিথ্যে নাম জুড়ে এই কাণ্ড ঘাটানো হয়েছে। ঘটনায় গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ বারাসাত থানায় এই জঘন্য কাজের জন্য এই মর্মে অভিযোগ দায়ের করেছেন। আশুতোষ কলেজের ঘটনা এথন দেশের অন্যতম জ্বলন্ত ইস্যু সানি নিজেও এনিয়ে কমেন্ট করেছেন। লিখেছেন, ‘‘কলেজে পরের সেমিস্টারে দেখা হচ্ছে আশা করি তোমরা আমার ক্লাসেই থাকবে।’’ সোশ্যাল নেটওয়ার্ক সাইটে একটি ভুয়ো এডিটেড মেধা তালিকার কপি পোস্ট করে কুৎসা ছড়ানো হচ্ছে বলেও তোলা হয়েছে অভিযোগ৷

এতদিন সানি লিওনের নাম উঠছিল কলেজের মেধা তালিকায়। এবার তাঁর সঙ্গে যোগ হল মিয়া খালিফার নামও। এই অ্যাডাল্ট স্টারের নামও প্রকাশ পেয়েছে একটি সরকারি কলেজের মেরিট লিস্টে। বারাসত গভর্মেন্ট কলেজের মেধা তালিকায় নাম উঠেছে পর্নস্টার মিঞা খালিফার। ঘটনা নিয়ে নিন্দার ঝড় নেট দুনিয়ায়। তবে বারাসাত গর্ভমেন্ট কলেজের তরফে জানানো হয়েছে তাদের কলেজের নাম কলঙ্কিত করার চেষ্টা চলছে। ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। মেধা তালিকায় মিয়া খালিফার নাম তারা প্রকাশ করেনি। সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ভুয়ো মেধা তালিকার প্রকাশ করা হয়েছে। ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই বারাসত থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সাইবার ক্রাইমের বিশেষ ধারায় দায়ের হয়েছে অভিযোগ। যে মেরিট লিস্ট ঘিরে বিতর্ক সেখানে মিঞা খলিফা, সানি লিওন সহ ৪ জন পর্নস্টারের নাম রয়েছে। কলেজ কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, পর্নস্টারদের নাম যে রোল নম্বরগুলির রয়েছে, সেই রোল নম্বর অন্য ছাত্রছাত্রীদের। পুরো বিষয়টাই ভুয়ো বলে জানায় কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

আশুতোষ কলেজে ইংরেজি মেধা তালিকা অনুযায়ী সানি লিওনের রোল নম্বর ২০৭৭৭৭-৬৬৬৬‌। উচ্চমাধ্যমিক বোর্ড থেকে সাধারণ পড়ুয়া হিসাবে সমস্ত বিষয়ে ১০০ নম্বরের মধ্যে ১০০ পেয়ে তালিকায় শীর্ষে সানি লিওন৷ সানি লিওনের নাম মেধা তালিকায় উঠে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়৷ তাহলে কি আশুতোষ কলেজে ইংরেজি পড়তে আবেদন করেছেন সানি লিওন?

এই নিয়ে বিতর্ক শুরু হতেই নাম সরিয়ে দেয়ে কর্তৃপক্ষ৷ তাদের তরফে জানানো হয়, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছর অনলাইনে কলেজে ভর্তির আবেদন জমা নেওয়া হয়েছিল৷ সেখানে খুব সম্ভবত কেউ সানি লিওনের নাম ব্যবহার করে ভুয়ো আবেদন করে থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে৷ কিন্তু কে বা কারা সানি লিওনের নামে আবেদন করে থাকলেও কলেজ কর্তৃপক্ষ কেন তা না দেখে সমস্ত আবেদন গ্রহণ করে মেধা তালিকা প্রকাশ করল, শুরু হয়েছে বিতর্ক৷ পরে যদিও তালিকা বদল করে দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − eight =