সিভিল ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় টপার সানি লিওনি! ভিরমি খাবেন না প্লিজ

পাটনা: একী কাণ্ড! জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষার মেধা তালিকায় টপার সানি লিওন! ৯৮.৫ শতাংশ নম্বর পেয়ে এই মুহূর্তে বিহারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের টপার সানি লিওন৷ পরীক্ষার মার্কশিটে জ্বলজ্বল করছে তাঁর নাম৷ জানা গিয়েছে, কমপক্ষে ১৭ হাজার প্রার্থী আবেদন করেছেন৷ তবে তার মধ্যেই নজর কেড়েছে সানি লিওনির নাম৷ মোট ৯৮.৫ পয়েন্ট নম্বর পেয়েছেন

সিভিল ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় টপার সানি লিওনি! ভিরমি খাবেন না প্লিজ

পাটনা:  একী কাণ্ড! জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষার মেধা তালিকায় টপার সানি লিওন! ৯৮.৫ শতাংশ নম্বর পেয়ে এই মুহূর্তে বিহারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের টপার সানি লিওন৷ পরীক্ষার মার্কশিটে জ্বলজ্বল করছে তাঁর নাম৷

জানা গিয়েছে, কমপক্ষে ১৭ হাজার প্রার্থী আবেদন করেছেন৷ তবে তার মধ্যেই নজর কেড়েছে সানি লিওনির নাম৷ মোট ৯৮.৫ পয়েন্ট নম্বর পেয়েছেন সানি৷ তার মধ্যে ৭৩.৫ শিক্ষা সংক্রান্ত এবং ২৫ অভিজ্ঞতার ভিত্তিতে পয়েন্ট দেওয়া হয়েছে তাঁকে৷ এছাড়াও ১৯৯১ সালের ১৩ মে জন্মতারিখ এবং বাবার নাম হিসেবে লিওনা লিওনি উল্লেখ করা হয়েছে আবেদন পত্রে৷

সিভিল ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় টপার সানি লিওনি! ভিরমি খাবেন না প্লিজসূত্রের খবর, সানি লিওনি সম্পর্কিত সব তথ্যই খতিয়ে দেখা হচ্ছে৷ ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা রয়েছে, এমন প্রার্থীদের ১৫ থেকে ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে নির্দেশ দিয়েছিল বিহার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর৷ গোটা মার্কশিট ভাইরাল হতেই আসরে নেমেছেন নেতা-মন্ত্রীরা। বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারকে খোঁচা দিয়ে টুইট করে তেজস্বী যাবদ লিখেছেন, ‘‘রাজ্য সরকারের তো এটাই নীতি, ভুয়ো টপার বানাও৷ ভুয়ো নকরি পাও৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 7 =