উর্মিলা বিতর্কে সানি লিওনকে টানলেন কঙ্গনা, পালটা দিলেন সানিও

মুম্বই: কঙ্গনা রানাউত উর্মিলা মাটন্ডকারকে ‘সফট পর্নস্টার’ হিসাবে আখ্যা দেওয়ার পর তাঁর বক্তব্যকে যুক্তিগ্রাহ্য করার জন্য সানি লিওনকে বিতর্কে টেনে এনেছিলেন। কঙ্গনা ভুয়ো ফেমিনিস্টদের আক্রমণ করে মন্তব্য করেছিলেন, “উদার মানসিকতার লোকেদের আক্রমণের মুখে পড়েছিলেন এক লেখক। কারণ তিনি বলেছিলেন সনি লিওনের মতো তারকা আমাদের রোল মডেল হতে পারেন না। সানিকে পুরো ভারত একজন শিল্পী হিসাবে গ্রহণ করে। হঠাৎ তাঁকে পর্ন তারকা বললে সানির অপমান করা হয়।” কঙ্গনার এই বক্তব্যের বিরুদ্ধেই গর্জে উঠেছেন সানি।

মুম্বই: কঙ্গনা রানাউত উর্মিলা মাটন্ডকারকে ‘সফট পর্নস্টার’ হিসাবে আখ্যা দেওয়ার পর তাঁর বক্তব্যকে যুক্তিগ্রাহ্য করার জন্য সানি লিওনকে বিতর্কে টেনে এনেছিলেন। কঙ্গনা ভুয়ো ফেমিনিস্টদের আক্রমণ করে মন্তব্য করেছিলেন, “উদার মানসিকতার লোকেদের আক্রমণের মুখে পড়েছিলেন এক লেখক। কারণ তিনি বলেছিলেন সনি লিওনের মতো তারকা আমাদের রোল মডেল হতে পারেন না। সানিকে পুরো ভারত একজন শিল্পী হিসাবে গ্রহণ করে। হঠাৎ তাঁকে পর্ন তারকা বললে সানির অপমান করা হয়।” কঙ্গনার এই বক্তব্যের বিরুদ্ধেই গর্জে উঠেছেন সানি।

কঙ্গনার নাম না করে সানি তাঁকে একহাত নিয়েছেন। সানি ইনস্টাগ্রামে লিখেছেন, “নাটকের মধ্যে লাঞ্চ ডেটে এলাম।” সানি আরও লিখেছেন, “মজার বিষয় যে আপনার সম্পর্কে সবচেয়ে কম যাঁরা জানেন কীভাবে তাঁরা সর্বদা সবচেয়ে বেশি কথা বলতে পারেন?”

View this post on Instagram

Lunch date! Catching up on world drama!

A post shared by Sunny Leone (@sunnyleone) on Sep 17, 2020 at 9:56pm PDT

সম্প্রতি ‘রঙ্গিলা’ অভিনেত্রী ও রাজনীতিবিদ উর্মিলা মাতন্ডকারকে আক্রমণ করেল কঙ্গনা। ২০১৯ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন উর্মিলা। পরে সেই দল থেকে ইস্তফাও দেন। তিনি অভিযোগ তোলেন, দলের অন্দরেই রাজনীতি চলে। তাই তিনি ইস্তফার সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্প্রতি তিনি কঙ্গনা রানাউতেরও বিরুদ্ধাচারণ করেন। কঙ্গনা বলেছিলেন যে ফিল্ম ইন্ডাস্ট্রির ৯৯% তারকা মাদক নেন। এই মতেরই সমর্থন করেননি উর্মিলা। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “গোটা দেশ মাদকের মারাত্মক সমস্যার মুখোমুখি। তিনি (কঙ্গনা) কি জানেন যে হিমাচল ড্রাগের উৎস? তাঁর নিজের রাজ্য থেকেই শুরু করা উচিত।” এর উত্তরে বুধবার কঙ্গনা রানাউত মুখ খোলেন। জাতীয় টেলিভিশনে উপস্থিত হয়ে একটি সাক্ষাৎকারে, তিনি উর্মিলাকে একহাত নেন। তাঁর মন্তব্যেরও বিরোধিতা করেন। বলেন, “উর্মিলা তিনি একজন সফট পর্ন তারকা। আমি জানি এটা খুব নির্লজ্জ। তবে তিনি নিশ্চিতভাবে অভিনয়ের জন্য পরিচিত নন। তিনি কি জন্য পরিচিত? ঠিক সফট পর্ন করার জন্য? যদি তিনি টিকিট পেতে পারেন তবে আমি কেন টিকিট পাব না?” কঙ্গনার এই উক্তির পর ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। কঙ্গনাকে একের পর এক আক্রমণ করা হয়। তাঁকে ‘আত্মকেন্দ্রিক’ বলেও কটাক্ষ করা হয়। অন্যদিকে জেনিফার লোপেজ সহ একাধিক তারকা উর্মিলার সমর্থনে এগিয়ে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − three =