কেরল: এবার লক্ষাধিক টাকার আর্থিক জালিয়াতির অভিযোগ উঠল প্রখ্যাত বলিউড অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে। অভিনেত্রীর বিরুদ্ধে ২৯ লাখ টাকা জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে অভিনেত্রীর বয়ান রেকর্ড করল কেরল পুলিশ। অভিযোগ, ২০১৯ সালের ভ্যালেন্টাইন্স ডে’র একটি অনুষ্ঠানে সানি লিওনের উপস্থিত থাকার কথা দিয়েও অনুষ্ঠানে গরহাজির ছিলেন অভিনেত্রী।
ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দু’তে প্রকাশিত হওয়া একটি প্রতিবেদনে প্রকাশিত হয় সানি’র এই আর্থিক জালিয়াতির কথা। সূত্রের খবর, কেরল পুলিশ প্রধানের কাছে অভিনেত্রীর এই জালিয়াতির অভিযোগ দায়ের করেন কেরলের পেরুম্বাভুরের বাসিন্দা সিয়াস। তিনি অভিযোগে বলেন, “২০১৯ সালের ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ২৯ লক্ষ টাকা নেন সানি লিওন। পরে অনুষ্ঠানের সূচি একাধিকবার পরিবর্তন হওয়ার কারণে আর অনুষ্ঠানে দেখা মেলেনি এই অভিনেত্রীর৷” এই অভিযোগ পত্র কেরল পুলিশ প্রধান তুলে দেন ক্রাইম ব্রাঞ্চের হাতে৷ এই অভিযোগের ভিত্তিতে কেরালার তিরুবন্তপুরম জেলার পোভারে সানি’র সঙ্গে দেখা করেন ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা এবং তার রেকর্ড বয়ানও করা হয়।
সূত্রের খবর, বয়ানে অভিনেত্রী সানি লিওন জানিয়েছেন, অনুষ্ঠানের দিনক্ষণ একাধিকবার পরিবর্তন করা হয়েছিল, যে কারণে তার অন্যান্য অনুষ্ঠানের সূচিতে সমস্যার সৃষ্টি হয়েছিল। এই ঘটনায় অভিনেত্রী এবং অনুষ্ঠান উদ্যোক্তাদের হোয়াটসঅ্যাপ চ্যাটও ক্রাইম ব্রাঞ্চের হাতে এসেছে বলে জানা গেছে। এই মামলায় উক্ত অনুষ্ঠানের অন্যান্য শিল্পীদের সঙ্গেও কথা বলবে ক্রাইম ব্রাঞ্চ, এমনটাও জানা গেছে সূত্র মারফৎ। পাশাপাশি এও জানা গেছে, এই অনুষ্ঠানের দিনক্ষণ পরিবর্তন হলেও অভিনেত্রী সানি লিওন তাতে উপস্থিত থাকতে বাধ্য হবেন, এমনটাই লেখা ছিল ওই অনুষ্ঠানের চুক্তিপত্রে। তবে এই মামলাকে ফৌজদারি মামলায় এনে বিচার করার অভিযোগ থাকলেও, আপাতত এই মামলাকে দেওয়ানি মামলার আওতায় এনে তদন্ত ও বিচার করা হবে, এমনটাই জানিয়েছেন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা।