কটি বসন্ত কাটালেন বার্থ ডে গার্ল সানি লিওন

মুম্বই: সানি বলিউডে পা রাখার পর থেকেই তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। কিন্তু তিনি কোনোকিছুর তোয়াক্কা না করে তিনি শুধু নিজের কাজটা করে গেছেন। সোমবার ৩৮-এ পা রাখলেন সানি। আজ তিনি বার্থ ডে গার্ল। যদিও বয়স তাঁর কাছে নিতান্তই সংখ্যা মাত্র। প্রিয়জনেদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করছেন সানি। এই স্পেশ্যাল দিনটা আরও স্পেশ্যাল করে তুলেছেন তাঁর

কটি বসন্ত কাটালেন বার্থ ডে গার্ল সানি লিওন

মুম্বই: সানি বলিউডে পা রাখার পর থেকেই তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। কিন্তু তিনি কোনোকিছুর তোয়াক্কা না করে তিনি শুধু নিজের কাজটা করে গেছেন। সোমবার ৩৮-এ পা রাখলেন সানি। আজ তিনি বার্থ ডে গার্ল। যদিও বয়স তাঁর কাছে নিতান্তই সংখ্যা মাত্র।

কটি বসন্ত কাটালেন বার্থ ডে গার্ল সানি লিওনপ্রিয়জনেদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করছেন সানি। এই স্পেশ্যাল দিনটা আরও স্পেশ্যাল করে তুলেছেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। ড্যানিয়েল লিখেছেন, ‘এত কিছু মনে আসছে, এত কিছু লেখার রয়েছে একটা পোস্টে কোনওভাবেই তা সম্ভব নয়। আমার দেখা সবচেয়ে সুন্দর মানুষ তুমি। সারা জীবন নিজের জন্য নয়, অন্যের জন্য ভাবতে দেখেছি তোমাকে। এই জার্নিতে আমি পাশে রয়েছি। শুভ জন্মদিন। পৃথিবীর সবচেয়ে মহান মহিলাকে শুভ মাতৃ দিবসেরও শুভেচ্ছা। ভালবাসি…।’

কটি বসন্ত কাটালেন বার্থ ডে গার্ল সানি লিওনজন্মদিনের পরিকল্পনা কী? কিছুদিন আগে এক সাক্ষাত্কারে সানি জানিয়েছিলেন, পার্টি নয়। পরিবার এবং কাছের বন্ধুদের নিয়ে ডিনারের প্ল্যান করবেন জন্মদিনে। সোশ্যাল মিডিয়াতেও এ দিন অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =