নিউ ইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের দিকে এখন নজর গোটা বিশ্বের। নতুন প্রেসিডেন্ট কে হবেন, হোয়াইট হাউসের দিকে কে পা বাড়াবেন, তাই এখন আলচনার কেন্দ্রবিন্দু। ব্যতিক্রম নন সানি লিওন এবং তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারও। দুজনেই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। ফলে তাঁরাও ভোট দিয়েছিলেন। নির্বাচনের ফলাফল নিয়ে তাঁরাও চাপেই রয়েছেন।
ইনস্টাগ্রাম সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন সানি। সেখানে মার্কিন পতাকার ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে তাঁরা দুজনে। সানির হাতে ‘আই ভোট’ ব্যাজ দেখা যাচ্ছে। তাঁরা যে এই নির্বাচনে ভোট দিয়েছেন, তা স্পষ্ট। অন্যরা ভোট দিয়েছেন কিনা তাও জানতে চেয়েছেন সানি। ক্যাপশনে তাই তিনি লিখেছেন, সাসপেন্স যেন তাঁকে মেরে ফেলছে! প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তিনি যে একটু চাপেই রয়েছেন, তা সানির পোস্টেই বোঝাই যাচ্ছে। আর আমেরিকার নির্বাচন তো শুধু আমেরিকার মানুষের মাথাব্যথা, এমন নয়। গোটা বিশ্বের নজর সেদিকে। কারণ বিশ্ব রাজনীতি ও অর্থনীতি অনেকটাই এই নির্বাচেন ফলাফলের উপর দাঁড়িয়ে।
The suspense is killing me!!! @dirrty99
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে, জো বিডেন পেয়েছেন ৭ কোটি ২১ লক্ষ ১০ হাজার ৯৫১ ভোট৷ ৫০ শতাংশ৷ এখনও পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ৬ কোটি, ৮৬ লক্ষ ৪৩ হাজার ৫৪৪টি ভোট৷ ৪৮%৷ সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৭০টি ইলেকটোরাল ভোট৷ বিডেন পেয়েছেন ২৬৪টি, ট্রাম্প ২১৪টি ইলেকটোরাল ভোট৷ তবে, মার্কিন নির্বাচনে খুব একটা গুরুত্ব থাকে না পপুলার ভোটে৷ প্রার্থীদের টার্গ থাকে ইলেকটোরাল ভোট দিকে৷ রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি সেনেট ও হাউসের ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে৷ রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাটরা এগিয়ে থাকলেও টক্কর দেখা গিয়েছে সেনেট এবং হাউস নির্বাচনে৷ সেনেটের ফলাফলে ডেমোক্র্যাটরা পেয়েছে ৪৮টি, ট্রাম্পের দল রিপাবলিকানরা পেয়েছে ৪৮টি৷ ম্যাজিক ফিগার ৫১৷ হাউসে ডেমোক্র্যাটরা পেয়েছে ২০৪টি, রিপাবলিকানরা পেয়েছে ১৯০টি৷ ম্যাজিক ফিগার এখানে ২১৮টি৷ সংখ্যায় ডেমোক্র্যাটরা এগিয়ে থাকলেও রিপাবলিকানদের সক্রিয়া, নতুন রাষ্ট্রপতির মাথা ব্যথার কারণ হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ কেননা, তিনটি জায়গায় জিতলে ডেমোক্র্যাটদের খুব সহজ হবে শাসককাজ চালাতে৷