সানির নগ্ন ফটোশ্যুটে তোলপাড় নেটপাড়া, টুপির আড়ালে লজ্জা ঢাকলেও উঁকি দিল নিতম্ব

সানির নগ্ন ফটোশ্যুটে তোলপাড় নেটপাড়া, টুপির আড়ালে লজ্জা ঢাকলেও উঁকি দিল নিতম্ব

মুম্বই: সানি লিওন মানেই উষ্ণতা, দুর্বার আকর্ষণ৷ তাঁর শরীরি হিল্লোলে কুপোকাত পুরুষ হৃদয়৷ পর্নস্টারের তকমা ছেড়ে বলিউডে পাকাপাকি জায়গা করে নিলেও নগ্নতা তাঁর কাছে সাবলীল৷ আরও একবার সানির নগ্ন ফটোশ্যুটে তোলপাড় নেট দুনিয়া৷ 

আরও পড়ুন- চুপিসারে চতুর্থবার বিয়ে সারলেন শ্রাবন্তী? পাত্র কে? ফাঁস নববধূর ছবি

সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শ্যুট মানেই তাবড় তাবড় সেলিব্রিটির লেন্সবন্দি হওয়া৷ এবারে তাঁর চমক ছিল সানি লিওন৷ যেখানে তিনি ধরা দিলেন ন্যুড অবতারে৷ জুহুর একটি হোটেলে করা ওই ফটোশ্যুটে সানিকে দেখা গিয়েছে একটি স্তম্ভে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে৷ সারা শরীর উন্মুক্ত৷ লজ্জা আড়াল করেছেন বিশাল বড় একটি টুপি দিয়ে৷ টুপির রং-এর সঙ্গে মিল রেখে পায়ে হাই হিল৷ এই ছবি পোস্ট হতেই ভাইরাল৷ লাইকের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে৷ ছবির নীচে লেখা ‘গ্রীষ্ম এসে গেছে’৷ 

সানি লিওনের নেশায় বুঁদ লক্ষ লক্ষ পুরুষ৷ তাঁর লাস্যময়ী ফিগার কামনার উদ্রেক ঘটায়৷ নগ্ন শরীরে ডাব্বুর ফটোশ্যুটে নিজেকে উজার করে দিয়েছেন সানি৷ কিন্তু একি! টুপি দিয়ে স্তন আর গোপনাঙ্গ ঢাকতে গিয়ে উন্মুক্ত তাঁর নিতম্ব৷ পা উপরে তুলতেই উঁকি দিয়েছে নিতম্ব৷ যা দেখে নেট পাড়ায় ঝড় উঠেছে৷ 

এর আগেও ডাব্বু রত্নানির ফটোশ্যুটে চমক দিয়েছেন সানি৷ সেবার অনাবৃত শরীর ঢেকেছিলেন বিশাল এক বই দিয়ে৷ সেই ফটোশ্যুট নিয়েও কম বিতর্ক হয়নি৷ সেই রেশ কাটার আগেই ফের ঝড় তুললেন সানি লিওন৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *