‘পরের সেমিস্টারে দেখা হবে’, আশুতোষ কলেজের মেধা তালিকা দেখে টুইট সানির

কিছুদিন আগেই বেরিয়েছিল আশুতোষ কলেজের ইংরেজি বিভাগের মেরিট লিস্ট বা মেধা তালিকা। এই তালিকায় প্রথম নাম ছিল সানি লিওনের। মেধা তালিকা প্রকাশ্যে আসার পর হাসির রোল শুরু হয় নেট দুনিয়ায়। আর এবার তিনি নিজেই সেই হাসিতে যোগ দিলেন। টুইটারে অভিনেত্রী পোস্ট করেছেন, “কলেজে পরের সেমিষ্টারে দেখা হচ্ছে আশা করি তোমরা আমার ক্লাসেই থাকবে।”

 

কলকাতা: কিছুদিন আগেই বেরিয়েছিল আশুতোষ কলেজের ইংরেজি বিভাগের মেরিট লিস্ট বা মেধা তালিকা। এই তালিকায় প্রথম নাম ছিল সানি লিওনের। মেধা তালিকা প্রকাশ্যে আসার পর হাসির রোল শুরু হয় নেট দুনিয়ায়। আর এবার তিনি নিজেই সেই হাসিতে যোগ দিলেন। টুইটারে অভিনেত্রী পোস্ট করেছেন, “কলেজে পরের সেমিস্টারে দেখা হচ্ছে আশা করি তোমরা আমার ক্লাসেই থাকবে।”

অন্যদিকে আশুতোষ কলেজে ভর্তির আবেদন জানানো নকল সানি লিওনের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ৷ যে মোবাইল আইপি থেকে আবেদন করা হয়েছিল, তা চিহ্নিত করে লালবাজারের কাছে অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ৷ ইতিমধ্যেই লালবাজারের সাইবার ক্রাইমের কাছে তদন্তের আর্জি জানানো হয়েছে৷ কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে বলে দায়ের করা হয়েছে অভিযোগ৷ আশুতোষ কলেজে মেধা তালিকায় সানি লিওনের নাম উঠে যাওয়াকে কেন্দ্র করে বিতর্কের আবূহে একি কাণ্ড ঘটেছে বজবজ কলেজের মেধা তালিকায়৷ সেই তালিকা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷

আশুতোষ কলেজের এই কাণ্ড ঘিরে নেট দুনিয়ায় শুরু হয়ছে ঠাট্টা তামাশা। কেউ এমন কাণ্ডকারখানায় অবাক হয়েছেন। কেউ আবার হেসেই অস্থির।

 

 

 

 

 

আশুতোষ কলেজে ইংরেজি মেধা তালিকা অনুযায়ী সানি লিওনের রোল নম্বর ২০৭৭৭৭-৬৬৬৬‌। উচ্চমাধ্যমিক বোর্ড থেকে সাধারণ পড়ুয়া হিসাবে সমস্ত বিষয়ে ১০০ নম্বরের মধ্যে ১০০ পেয়ে তালিকায় শীর্ষে সানি লিওন৷ সানি লিওনের নাম মেধা তালিকায় উঠে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়৷ তাহলে কি আশুতোষ কলেজে ইংরেজি পড়তে আবেদন করেছেন সানি লিওন?

এই নিয়ে বিতর্ক শুরু হতেই নাম সরিয়ে দেয়ে কর্তৃপক্ষ৷ তাদের তরফে জানানো হয়, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছর অনলাইনে কলেজে ভর্তির আবেদন জমা নেওয়া হয়েছিল৷ সেখানে খুব সম্ভবত কেউ সানি লিওনের নাম ব্যবহার করে ভুয়ো আবেদন করে থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে৷ কিন্তু কে বা কারা সানি লিওনের নামে আবেদন করে থাকলেও কলেজ কর্তৃপক্ষ কেন তা না দেখে সমস্ত আবেদন গ্রহণ করে মেধা তালিকা প্রকাশ করল, শুরু হয়েছে বিতর্ক৷ পরে যদিও তালিকা বদল করে দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *