করোনা ভয়ে ভারত ছেড়ে পালালেন সানি লিওনি, ‘এখানে আমরা সুরক্ষিত!’

করোনা ভয়ে ভারত ছেড়ে পালালেন সানি লিওনি, ‘এখানে আমরা সুরক্ষিত!’

লস অ্যাঞ্জেলিস: করোনা ভয় নিঃশব্দে দেশ ছেড়ে মার্কিন মুলুকে চলে গেলেন সানি লিওনি৷ জন্মসূত্রে তিনি কানাডিয়ান হলেও দীর্ঘ প্রায় ন’বছর ধরে মুম্বইয়ের বাসিন্দা হয়েছেন এই পর্নস্টার৷ তিনি এই মুহূর্তে আমেরিকা ও কানাডার দ্বৈত নাগরিকত্ব৷ সম্প্রতি তিন সন্তানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সানি লিওনি৷ সেখানে তিনি জানান, আপাতত করোনা ভয়ে লস অ্যাঞ্জেলিসে তিন সন্তানকে নিয়ে সুরক্ষিত রয়েছেন৷

পর্ন-দুনিয়ায় মুলধারার অভিনেত্রী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন সানি লিওনি৷ বলিউডে বেশ জনপ্রিয় হয়েছেন৷ বলিউড ও পর্ন সিনেমায় মাধ্যমে জনপ্রিয়তা ও পেশাগত কারণে মুম্বইয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি৷ কিন্তু করোনা দুর্দিনে ভারতকে আর ভরসা রাখতে পারলেন না এই পর্ন তারকা৷

ইনস্টাগ্রামে পোস্ট করে সানি জানিয়েছেন, জীবনে যখন সন্তানরা থাকে, তখন জীবনের পছন্দ আর অধিকার, অগ্রাধিকার পেছনের সিটে চলে যায়৷ তাদের সুরক্ষার জন্য আমি এমন একটি জায়গা বেছে নিয়েছিস, যেখানে করোনার মতো অদৃশ্য হত্যাকারীর থেকে আমরা সুরক্ষিত থাকতে পারব৷  একই সঙ্গে তিনি তাঁর তিন সন্তানের ছবিও পোস্ট করেন৷ তবে, এই মুহূর্তে করোনায় মৃত্যুর নিরিখে রেকর্ড গড়েছে আমেরিকা৷ সেখানে পরিবার নিয়ে তিনি কী ভাবে সুরক্ষিত থাকবেন, তা নিয়ে চিন্তির সানির ভক্তরা৷

সুদৃশ্য বাগানের একটি সিঁড়িতে তিন সন্তানকে নিয়ে সানির পোস্ট ইতিমধ্যেই নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে৷ তবে সমালোচকদের জবাব দিয়ে সানি জানিয়েছেন, বাড়ি থেকে দূরে লস অ্যাঞ্জেলিসে আমার একটি বাড়ির বাগানে আশ্রয় নিয়েছি৷ আমি জানি, আমার মাও ঠিক এটাই চাইতেন৷ পরিবারের সুরক্ষায় আমি এটা করতে বাধ্য হয়েছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 9 =