ফুলশয্যা রাতের মতোই সম্পর্কের উষ্ণতা জিইয়ে রাখতে চান? টিপস দিলেন সানি

ফুলশয্যা রাতের মতোই সম্পর্কের উষ্ণতা জিইয়ে রাখতে চান? টিপস দিলেন সানি

মুম্বই: সানি লিওন মানেই শিহরণ জাগানো উষ্ণতা৷ সানি মানেই শরীরি আবেদন৷ যদিও পর্নস্টারের তকমা ঝেড়ে বলিউডে নিজের জায়গা অনেকটাই পাকা করে নিয়েছেন তিনি৷ অভিনেয়র পাশাপাশি চুটিয়ে সংসারও করছেন তিনি৷ স্বামী ড্যানিয়েল ওয়েবরের সঙ্গে ১০ বছরের দাম্পত্য জীবন সম্পূর্ণ করে ফেললেন লাস্যময়ী সানি৷ 

আরও পড়ুন- কঠোর প্রতিজ্ঞা ভেঙে দিশাকে অনস্ক্রিন ঠোঁঠ ঠাসা চুমু? রহস্য ফাঁস করলেন ভাইজান

তাঁর অতীত জীবন নিয়ে বরাবরই চর্চায় থেকেছেন সানি লিওন৷ অতীত জীবন ফেলে এলেও ‘পর্নস্টার’এর তকমা পুরোপুরি হয়তো মুছে ফেলতে পারেননি এখনও৷ ইতিমধ্যেই তাঁর জীবন নিয়ে সিনেমা হয়েছে৷ হয়েছে ওয়েব সিরিজ৷ কিন্তু মানুষের বদলাতে পেরেছেন কি তিনি? বিয়ের আগে স্বামী ড্যানিয়েল ওয়েবরের সঙ্গে ৩ বছর লিভ ইন সম্পর্কে ছিলেন৷ এর পর ২০১১ সালে তাঁর সঙ্গে ঘর বাঁধেন৷ সম্প্রতি নিজের ১০ বছরের বিবাহ বার্ষিকী পালন করসেন সিনি-ড্যানিয়েল৷ কী ভাবে ফুলশয্যার রাতের মতোই দাম্পত্য জীবনকে আবেগে ভালোবাসায় দৃঢ় করে রাখতে হয়, সেই টিপসই দিলেন সানি লিওন৷ 

সানির শরীরি নেশা অবজ্ঞা করতে পারে, এমন পুরুষ হাতে গোনা৷ তাঁর শরীরি হিল্লোলে কুপোকাৎ পুরুষ হৃদয়৷ যেন তাঁর নেশায় বুঁদ নেটিজেনরা৷ কিন্তু পর্দায় তিনি যেমনই হোন, নিজের দাম্পত্য জীবন নিয়ে বেশ সচেতন সানি৷ নিজের ব্যক্তিগত জীবনের রসায়নই এবার ফাঁস করলেন ‘জিসম’ গার্ল৷ একটি ভিডিয়ো পোস্ট করে সেই বার্তা দিলেন সানি৷ 

আরও পড়ুন- মমতাকে ক্রমাগত আক্রমণের জের? সাসপেন্ড কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট

তাঁর কথায় ফুলশয্যার রাতের মতোই সম্পর্কের উদ্দীপনা ধরে রাখতে অবশ্যই একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে হবে৷ কমিউনিকেট না করলে একসঙ্গে থাকা খুবই মুশকিল হয়ে যায়৷ তাই মনের কথা খোলাখুলি বলতে হবে৷  এক সঙ্গে রান্না করতে হবে৷ একে অপরের কাজে হাত লাগাতে হবে৷ একে অপরের কাজের প্রশংসা করতে হবে৷ মন ভালো রাখতে মাঝে মাঝেই ডিনার প্ল্যান করতে হবে৷ সানির কথায়, বিবাহিত মানেই ডেট করবেন না, তা নয়৷ বিয়ের পরেও ডেটে যেতে হবে৷ একে অপরকে হাসাতে হবে৷ এই ভিডিয়োর ক্যাপশনে সানি লিখেছেন ‘টুগেদার টিল গ্রে’৷ 

আপাতত নিজের তিন সন্তানকে নিয়েই ব্যস্ত সানি৷ পাশাপাশি স্প্লিটভিলা ১৩ -তেও রণবিজয়ের সঙ্গে হোস্টের ভূমিকায় দেখা যাবে তাঁকে৷ সেইসঙ্গে অর্জুন রামপালের বিপরীতে ‘দ্য ব্যাটল অফ ভিমা কোরেগাঁও’-ছবিতেও দেখা যাবে সানিকে। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =