ফোন নম্বর ফাঁস হতেই ক্ষমা চাইলেন সানি লিওন

নয়াদিল্লি: সানি লিওনের ফোন নম্বর ফাঁস৷ উড়াল উত্তাল সোশ্যাল দুনিয়া৷ গুগুল সার্চ রিপোর্ট বলছে, গত দিন তিনেক সবচেয়ে বেশি তাঁর ফোন নম্বরই খোঁজার হয়েছে গুগলে৷ এক যুবকের মোবাইল নম্বরের সঙ্গে সানি লিওনের নম্বর ভেবে হন্যে হয়ে ফিরছে ফোন! আর এই কাণ্ডে দিল্লির যুবক তিতিবিরক্ত৷ দায়ের করেছেন এফআইআর৷ মুক্তি পেতে চলা গ্ল্যামার ক্যুইন সানি লিওনের সিনেমা

ফোন নম্বর ফাঁস হতেই ক্ষমা চাইলেন সানি লিওন

নয়াদিল্লি: সানি লিওনের ফোন নম্বর ফাঁস৷ উড়াল উত্তাল সোশ্যাল দুনিয়া৷ গুগুল সার্চ রিপোর্ট বলছে, গত দিন তিনেক সবচেয়ে বেশি তাঁর ফোন নম্বরই খোঁজার হয়েছে গুগলে৷ এক যুবকের মোবাইল নম্বরের সঙ্গে সানি লিওনের নম্বর ভেবে হন্যে হয়ে ফিরছে ফোন! আর এই কাণ্ডে দিল্লির যুবক তিতিবিরক্ত৷ দায়ের করেছেন এফআইআর৷

মুক্তি পেতে চলা গ্ল্যামার ক্যুইন সানি লিওনের সিনেমা অর্জুন পাটিয়ালা৷ ওই ছবির ট্রেলারে সহ অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে একটি ফোন নম্বর দেন সানি৷ সেই দৃশ্যে দেখে ফোন নম্বরটি আসতে থাকে ফোন৷ আসলে ওই নম্বরটি  দিল্লির এক ব্যক্তির৷ কিন্তু ওই নম্বর ছড়িয়ে পড়তেই সিনেমার প্রযোজের নামে থানায় অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি৷ ঘটনা জানতে হতে ওই যুবককে ফোন করেন সয়ং সানি লিওন৷ ক্ষমা চেয়ে নেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =