মুম্বই: শাহরুখ এবং গৌরী খানের কন্যা সুহানা খান সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেছেন। স্ক্রিনশটগুলি তাঁকে নিয়ে করা কিছু বিতর্কিত কথার স্ক্রিনশট। নিজের পোস্টে সুহানা বর্ণবৈষম্য বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ২০ বছর বয়সী সুহানা তাঁর পোস্টে লিখেছেন যে তাঁর যখন ১২ বছর বয়স, তখন থেকেই তাঁকে অসম্মানিত করা হত। স্ক্রিনশটগুলিতে বলা হয়েছে সুন্দরী হিসাবে মাপকাঠিতে তিনি অতিরিক্তই কালো। একজন লিখেছেন, “তিনি সত্যিই কুৎসিত ও কালো”। অন্য একজন লিখেছেন, “কালি চুড়েল” বা কালো ডাইনী। আর একজন আবার সুহানাকে “কালি বিলি” বা কালো বিড়ালও আখ্যা দিয়েছেন।
মন্তব্যগুলির প্রতিটিই “পূর্ণ বয়স্ক পুরুষ এবং মহিলা” থেকে প্রাপ্ত। সকলেই ভারতীয়। সুহানা উল্লেখ করেছেন, যাঁরা কথাগুলো বলেছেন তাঁদের স্কিনটোনও একই রকম। “এই মুহূর্তে অনেক কিছু চলছে এবং এটি আমাদের সমাধান করা উচিত। এটি এমন একটি বিষয় এটি যা কেবল আমার সম্পর্কে নয়, এটি প্রতিটি যুবক / যুবতী সম্পর্কে। যিনি একেবারে অকারণে নিকৃষ্ট বোধ করে বড় হয়েছেন। এখানে কেবলমাত্র আমাকে নিয়ে কয়েকটি মন্তব্য। আমি ১২ বছর বয়স থেকেই ছেলেরা আমার ত্বকের কারণে আমাকে কুৎসিত বলেছে। আমরা সকলেই ভারতীয়। স্বয়ংক্রিয়ভাবে আমাদের গায়ের রং বাদামি। হ্যাঁ তবে তার বিভিন্ন শেড রয়েছে। তবে আপনি মেলানিন থেকে নিজেকে কতটা দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন না কেন, আপনি পারবেন না। আপনার নিজের লোককে ঘৃণা করার অর্থ আপনি নিজে বেদনাদায়কভাবে নিরাপত্তাহীন। আমি দুঃখিত যদি সোশ্যাল মিডিয়া, ভারতীয় ম্যাচমেকিং বা আপনার নিজের পরিবার আপনাকে বোঝায় যে আপনি যদি ৫ ফিট ৭ ইঞ্চি আর ফর্সা হন, তবে আপনি সুন্দর। আমি আশা করি আমি আপনাকে জানতে সাহায্য করতে পারি যে আমি ৫ ফিট ৩ ইঞ্চি এবং বাদামী। আর আমি এর জন্য অত্যন্ত আনন্দিত। আপনারও তাই হওয়া উচিত।”
আরও পড়ুন: রিয়ার জামিন নিয়ে NCB-র বিরোধিতা, বম্বে হাই কোর্টের নির্দেশে এখন জেলেই থাকতে হবে রিয়াকে
সুহানা তাঁর বাবা শাহরুখ খানের কাছ থেকে অভিনয়ের প্রতি ভালবাসা পেয়েছেন উত্তরাধিকার সূত্রে। তিনি ইংল্যান্ডের আর্ডলি কলেজটিতে চলচ্চিত্রের পড়াশোনা করেছেন এবং বর্তমানে তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। থিওডোর গিমেনো পরিচালিত ‘দ্য গ্রে পার্ট অফ ব্লু’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতেও অভিনয় করেছেন সুহানা।