নেটদুনিয়ায় ফের সেনসেশনাল সুহানা, পোস্ট করলেন লাস্যময়ী ছবি

মুম্বই: শাহরুখ খান ও গৌরী খানের মেয়ে সুহানা খান এখনও বলিউডে ডেবিউ করেননি। কিন্তু তাঁকে নিয়ে চর্চা এখন মাঝেমধ্যেই চলে। তিনি এখন সোশ্যাল মিডিয়ায় সেনসেশন। তাঁর স্টাইল স্টেটমেন্ট অনেকেরই নজর কাড়ে। তাঁর ফলোয়ার্স সংখ্যাও প্রচুর। সম্প্রতি আরও একটি ছবি পোস্ট করেছেন সুহানা। 

মুম্বই: শাহরুখ খান ও গৌরী খানের মেয়ে সুহানা খান এখনও বলিউডে ডেবিউ করেননি। কিন্তু তাঁকে নিয়ে চর্চা এখন মাঝেমধ্যেই চলে। তিনি এখন সোশ্যাল মিডিয়ায় সেনসেশন। তাঁর স্টাইল স্টেটমেন্ট অনেকেরই নজর কাড়ে। তাঁর ফলোয়ার্স সংখ্যাও প্রচুর। সম্প্রতি আরও একটি ছবি পোস্ট করেছেন সুহানা। 

ছবিতে দেখা গিয়েছে বিস্কুট রঙের টপ পরে রয়েছেন তিনি। সঙ্গে খোলা চুল ও হালকা মেকআপ। হাতে কফির মগ নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। ওই ছবির সঙ্গে আরও দুটি ছবি আপলোড করেছেন তিনি। একটিতে তাঁর সাদা স্নিকার্স দেখা গিয়েছে। অন্য একটি ছবিতে দেখা গিয়েছে রোড সাইডে দাঁড়িয়ে সুহানা। তাঁর গায়ে কালো জ্যাকেট। প্রতিটা ছবিতেই তাঁর স্টাইল স্টেটমেন্ট স্পষ্ট। তাঁর ছবিতে লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই তাঁর ছবি পছন্দ করেছেন। আর কমেন্টগুলো পড়লেই বোঝা যায় যুবক যুবতীদের উপর তাঁর প্রভাব কতখানি।

প্রসঙ্গত, লকডাউনের শুরু থেকে মুম্বইতে রয়েছেন সুহানা। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি। পড়াশোনা শেষ করে তিনি অভিনয় জগতে পা রাখতে চান। তবে সুহানা অনেকদিন থেকেই ইনস্টাগ্রামে অ্যাক্টিভ। এর আগে অনেক ছবি পোস্ট করেছেন তিনি। এছাড়া সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করার জন্য একাধিকবার আক্রমণের শিকার হয়েছেন সুহানা। সম্প্রতি গায়ের রঙ নিয়ে তাঁকে বিভিন্ন ধরনের কটাক্ষ শুনতে হয়েছে। কারণ তিনি কৃষ্ণাঙ্গ হওয়ার সপক্ষে উক্তি করেছিলেন। কিন্তু শাহরুখ ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন দেন। তাই শাহরুখ কন্যাকে আক্রামণের শিকার হতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + ten =