Aajbikel

কাজ পেতে ‘সুগার ড্যাডি’ ধরছে উঠতি নায়িকারা, অর্পিতার মতো অবস্থা হবে না তো? আশঙ্কা রূপাঞ্জনার

 | 
রূপাঞ্জনা

 কলকাতা: বাংলা বিনোদন জগতে এক অতিপরিচিত নাম রূপাঞ্জনা মিত্র। গ্ল্যামার দুনিয়ায় অনেকটা পথ পেরিয়ে এসেছেন তিনি৷ তবে সম্প্রতি যে ভাবে একের পর এক উঠতি মডেল বা অভিনেত্রী অকালে নিজেদের শেষ করে দিয়েছেন, তাতে চিন্তায় রাপাঞ্জনা৷ সেই সঙ্গে অভিনেত্রীদের উশৃঙ্খল জীবন নিয়েও উদ্বিগ্ন তিনি৷ সম্প্রতি অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারি ও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যে চর্চ শুরু হয়েছে, তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রূপাঞ্জনা৷ 

আরও পড়ুন- ফের প্রাক্তন প্রেমিকের হাত ধরে ঘুরছেন সুস্মিতা! বড় সিদ্ধান্ত নিলেন ললিত মোদী


অর্পিতার প্রসঙ্গ টেনে রবিবার ফেসবুকে একটি পোস্ট করেন অভিনেত্রী৷ যা রীতিমতো ভাইরাল৷ ওই পোস্টে ‘সুগার ড্যাডি কালচার’ নিয়ে বোমা ফাটান রূপাঞ্জনা৷ তাঁর দাবি, টাকার লোভে বাবার বয়সী পুরুষদের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করছেন উঠতি অভিনেত্রীরা। ল্যাভিশ লাইফস্টাইল মেনটেন করতেই ‘সুগার বেবি’ হচ্ছেন তাঁরা। 


ফেসবুকে রূপাঞ্জনা লিখেছেন, 'একটা কথা বলতে চাই সেই সব মেয়েদের-কে যারা কাজ পাওয়ার জন্য ইন্ডাস্ট্রি তে 'সুগার ড্যাডি' ধরছেন। মেয়েগুলোর বয়স ১৬ থেকে ২০ এর মধ্যেই।’’ সঙ্গে যোগ করেন, ‘‘আপনারা এর মধ্যেই বুঝে যাচ্ছেন ইন্ডাস্ট্রি কি নিয়মে চলে? কেউ কেউ তো আবার বার্থডে পার্টিও থ্রো করাছেন সেসব উটকো সুগার ড্যাডি'দের দিয়ে তাতে আমাদের ইন্ডাস্ট্রির কিছু ইনসিকিউর শিল্পী রা পরিচালকরা যাচ্ছেন …. Just lik that…'।


এখানেই শেষ নয়, তাঁর আশঙ্কা, আগামী দিনে অর্পিতার মতোই না বিপথে চলে যায় উঠতি অভিনেত্রীরা৷ সেই আশঙ্কা থেকেই লিখেছেন, ‘‘এই মেয়েগুলোও কি আগামী দিনে আর্পিতাদের মত হবে। চিন্তা হচ্ছে খুব। এই মেয়েগুলোও কে গাইড করার মতো অভিভাবক নেই ? তাদের নিজেদের অভিভাবকরা কি প্রশ্রয় দেন?’’  তাঁর কথায়, ''ফুড চেন এ যারা পড়তে চায়না তারা কি করবে? সেই মেয়েগুলোও যারা মাথা তুলে ফিল্ম ইন্ডাস্ট্রি তে কাজ করতে চায়। তাদের পাশে থাকবেন তো আপনারা?'


উল্লেখ্য, ২০১১ সালে ‘বিদেহীর খোঁজে রবীন্দ্রনাথ’ শীর্ষক একটি সিরিয়াল দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন অর্পিতা। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর। শোনা গিয়েছে, ওই বছরই তৎকালীন শিল্পমন্ত্রীর পার্থ চট্টোপাধ্যা য়ের সঙ্গে আলাপ হয় তাঁর। তবে থেকেই ধীরে ধীরে মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে অভিনেত্রীর। বাংলা ছাড়াও ‘চিন্নামা লাভ’ নামে একটি তামিল ছবিতেও অভিনয় করেছেন অর্পিতা৷ কাজ করেছেন কিছু ওড়িয়া ছবিতেও৷ অবশ্য অভিনয় করে যতটা না পরিচিত পেয়েছেন, তার চেয়ে বেশি মাইলেজ পেয়েছেন পার্থ-ঘনিষ্ঠ হিসেবে। 


এদিন রূপাঞ্জনার ওই পোস্টে কমেন্ট করেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য৷ তিনি লেখেন, ‘….এই সব মেয়েদের মায়েরাও এই ধরণের কাজে উৎসাহ দেয়। দুঃখের সঙ্গে জানাচ্ছি এই দ্বিতীয় ধরণ ও কম দেখি না। লোভ আর লাক্সারি এই বিষচক্র নাগপাশের মতো বেঁধে ফেলছে মেয়েটির সাথে তার পরিবারকেও কখনো কখনো।’

Around The Web

Trending News

You May like